ঢাকা সোমবার, ১০ই নভেম্বর ২০২৫, ২৬শে কার্তিক ১৪৩২


নকলায় ইসলামীক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের সনদপত্র প্রদান


প্রকাশিত:
৯ নভেম্বর ২০২৫ ২২:১০

শেরপুরের নকলায় উপজেলা পর্যায়ে শিশু-কিশোর ইসলামীক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের সনদপত্র প্রদান করা হয়েছে। রবিবার দুপুরের দিকে নকলা শাহরিয়া ফাযিল মাদ্রাসার মিলনায়তনে এই প্রতিযোগিতা ও সনদপত্র প্রদান অনুষ্ঠানের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন।

ইসলামিক ফাউন্ডেশন নকলা উপজেলার ফিল্ড সুপরাভাইজার মোহাম্মদ নজরুল ইসলাম-এঁর সভাপতিত্বে শিশু-কিশোর ইসলামীক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিচারকগনের রায়ে বিজয়ী নির্ধারণ করা হয়। পরে বিজয়ীদের হাতে অতিথিবৃন্দ সনদপত্র তুলেদেন।

এসময় নকলা শাহরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আজিজুল ইসলাম ও কায়দা বালিকা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আসাদুজ্জামানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও প্রতিযোগি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।