ঢাকা রবিবার, ২রা নভেম্বর ২০২৫, ১৯শে কার্তিক ১৪৩২


বেলকুচিতে জাতীয় সমবায় দিবস উদযাপন


প্রকাশিত:
২ নভেম্বর ২০২৫ ০০:৩৫

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫।
এবারের প্রতিপাদ্য ছিল — “সাম্য ও সমতায়, দেশ গড়ার সমকর।”

শনিবার (০১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আফরিন জাহান।
বিশেষ অতিথি ছিলেন জনাব হুমায়ুন কবির, সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল); জনাব ইসরাত জাহান, সহকারী কমিশনার (ভূমি), বেলকুচি; এবং জনাব মোঃ শহিদুল ইসলাম, অফিসার ইনচার্জ, বেলকুচি থানা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা জনাব মোঃ রানা ইসলাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, “সমবায় আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে পারস্পরিক সহযোগিতা, ন্যায় ও সাম্যের ভিত্তিতে অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা। দেশকে এগিয়ে নিতে সমবায় খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এসময় উপজেলার বিভিন্ন সমবায়ী সমিতির প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।