জামালপুরে ড্যাবের আয়োজনে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিরুদ্ধে প্রতিরোধ ও জনসচেতনতা
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ( ড্যাব), কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় ড্যাব, জামালপুর শাখার আয়োজনে সপ্তাহ ব্যাপি ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিরুদ্ধে প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি এবং লিফলেট বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। গত ২৭ অক্টোবর ২০২৫ সোমবার থেকে এই কার্যক্রম চলমান রয়েছে। জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আউটডোর ও ইনডোরের রোগীদের লিফলেট বিতরণের মাধ্যমে কয়েকদিন ব্যাপি এই কার্যক্রম সূচনা করেন ড্যাবের সম্মানিত সদস্য বৃন্দ। উপস্থিত ছিলেন ড্যাব জামালপুর এর আহ্বায়ক ডাঃ আহম্মদ আলী আকন্দ, সদস্য সচিব ডাঃ মোহাম্মদ তারিকুল ইসলাম,জামালপুর জেলার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আজিজুল হক, সহকারী পরিচালক ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, জামালপুর ডাঃ মুহাঃ মাহফুজুর রহমান, সিনিয়র কনসালট্যান্ট ডাঃ মোঃ ইসমাইল হোসেন, আবেদনবিদ ডাঃ মাহবুব ই মুস্তাফা রনি, বিশিষ্ট ডেন্টাল সার্জন ডাঃ এম আর সিদ্দিক, শিশু বিশেষজ্ঞ ডাঃ মুহাম্মদ সাঈফুল আমীন, ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ এএএম তাহের, নাক কান গলা বিশেষজ্ঞ ডাঃ জাহাঙ্গীর আলম, শিশু বিশেষজ্ঞ ডাঃ সেলিম মৃধা, ফরেনসিক মেডিসিনের বিভাগীয় প্রধান ডাঃ হারুণ অর রশীদ, ইএনটি বিশেষজ্ঞ ডাঃ কামরুল ইসলাম, প্যাথলজিস্ট ডাঃ শরীফ আবদুল্লাহ সহ অন্যান্য চিকিৎসক, কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিষয়ে সচেতনতা তৈরির অংশ হিসেবে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে লিফলেট বিতরণ করেন ইউএইচএফপিও ডাঃ এএএম তাহের। এবং পর্যায়ক্রমে প্রতিটি উপজেলায় লিফলেট বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয় সর্বসম্মতিক্রমে।
সচেতনতা তৈরির কার্যক্রমের অংশ হিসেব জামালপুর জিলা স্কুলে প্রভাতি ও দিবা শাখার ছাত্র ও শিক্ষকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত আলোচনার আয়োজন ও লিফলেট বিতরণ করা হয়। স্কুল কেন্দ্রিক কর্মসূচীতে অংশগ্রহণ করেন ড্যাব সদস্য সচিব ও সদস্য, কেন্দ্রীয় ড্যাব, ডাঃ মোহাম্মদ তারিকুল ইসলাম, ডাঃ ইসমাইল হোসেন, ডাঃ এএএম তাহের, ডাঃ এমআর সিদ্দিক, ডাঃ সেলিম মৃধা, ডাঃ সাঈফুল আমীন।
একই সাথে পরবর্তী জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয়েও সংক্ষিপ্ত আলোচনা ও লিফলেট বিতরণের বিষয়েও সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
