ঢাকা রবিবার, ১০ই নভেম্বর ২০২৪, ২৭শে কার্তিক ১৪৩১


ডুমুরিয়ায় স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির পুরস্কার বিতরন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত


৯ অক্টোবর ২০২৪ ১৪:২৫

আপডেট:
১০ নভেম্বর ২০২৪ ১৮:০১

 

ডুমুরিয়ায় উপজলা স্কুল ,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়াজন ৫১তম গ্রীম্মকালীন ক্রীড়া প্রতিযাগিতা ২০২৪ এর পুরস্কার বিতরন ও সমাপনী অনুষ্ঠান আনুষ্ঠিত হয়।

মঙ্গলবার দুপুরে উপজলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ম‍াধ‍্যমিক শিক্ষা অফিসার দেবাশিষ বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন। স্বাগত বক্তব‍্য দেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার টিকেন্দ্রনাথ সানা, ডুমুরিয়া মাধ‍্যমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব হোসাইন, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মোঃ বিলায়েত হোসেন, উপজেলা মাধ‍্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, শিক্ষক হিরণ‍্য মন্ডল ও সেলিম হালদার প্রমুখ। আলোচনা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।