ঢাকা শনিবার, ১০ই মে ২০২৫, ২৮শে বৈশাখ ১৪৩২


৬৭ শতাংশ লিভার দিয়ে বাবাকে বাঁচালেন মেয়ে


১ মার্চ ২০২০ ০৬:৪৩

আপডেট:
১ মার্চ ২০২০ ০৬:৫৩

নিজের লিভার দিয়ে বাবাকে বাঁচালেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঊর্মি আচার্য্য। নিজের লিভারের ৬৭ শতাংশ বাবাকে দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঊর্মি তার বাবা নারায়ণ আচার্য্যকে নিয়ে দেশে ফিরেছেন।

জানা যায়, ঊর্মির বাবা নারায়ণ আচার্য্য ২০১৬ সালের জানুয়ারিতে লিভারের কঠিন রোগে আক্রান্ত হন। তাকে সুস্থ করার জন্য লিভার প্রতিস্থাপনের প্রয়োজন হয়।

এর আগে, গেল বছরের ২৬ ডিসেম্বর নিজের বাবাকে নিয়ে ভারতে যান কুবির এই শিক্ষার্থী। পরে তাকে দিল্লির ম্যাক্স হেলথকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। এ বছরের ১৭ জানুয়ারি তার অপারেশন করা হয়। অপারেশনের সময় ঊর্মি নিজের ৬৭ শতাংশ লিভার তার বাবাকে দান করেন।

এ ব্যাপারে ঊর্মি জানান, ‘বাবাকে লিভার দান করা আমার কর্তব্যের অংশ। সকলের সহযোগিতা আমার সাহসিকতাকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। সবকিছুর জন্য সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বড় ভাই-বোন, সহপাঠী, অন্য শিক্ষার্থীদের প্রতিও কৃতজ্ঞতা।’

ঊর্মি আরও বলেন, ‘বাবার সুস্থ হতে ৬ মাসের মতো লাগতে পারে। চিকিৎসকরা জানিয়েছেন, আমার সুস্থ হতে ৩ মাসের মতো লাগতে পারে। এখন বাবাকে অনেক দামি ওষুধ খেতে হবে। আমিই ছিলাম সংসারের একমাত্র উপার্জনক্ষম। এখন বাবাকে লিভার দেওয়ায় আমিও আপাতত কোনো উপার্জন করতে পারবো না। তাই অনেক দুশ্চিন্তায় দিন পার করতে হচ্ছে।’

উল্লেখ্য, উর্মি আচার্য্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থী।