ঢাকা শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১


রাব্বানীর জন্য ভোট চাইলেন সড়ক দুর্ঘটনায় আহত সেই জাহিদ!


১১ মার্চ ২০১৯ ১২:০১

আপডেট:
১০ মে ২০২৪ ০৭:৪৯

রাব্বানীর জন্য ভোট চাইলেন সড়ক দুর্ঘটনায় আহত সেই জাহিদ!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে জিএস প্রার্থী গোলাম রাব্বানীর জন্য ভোট চাইলেন মৃত্যুর মুখ থেকে ফিরে আসা জাহিদুল ইসলাম। তিনি ২০১৭ সালে কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে মারাত্মক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পা হারান। তখন তাকে সরাসরি সাহায্য করেন গোলাম রাব্বানী।

নিজে নিয়ে যান ঢাকা মেডিকেলে। সবধরনের চিকিৎসার ব্যবস্থা করেন। জাহিদুল চিকিৎসায় তখন ২৫ ব্যাগ রক্তের ব্যবস্থা করে দেন গোলাম রাব্বানী।

জাহিদুল ইসলাম দৈনিক আমাদের দিনকে বলেন, তার মত কোন লোকই হয়না। আমি রাব্বানী ভাইয়ের জন্য বেঁচে আছি। ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সেদিন আমাকে সাহায্য না করলে আমি আজ দুনিয়ায় থাকতামনা। তার মত মানবিক ছাত্রনেতা এই বাংলাদেশে অনেক প্রয়োজন।

তিনি আজও আমার পরিবারকে সাহায্য করেন।

বিভিন্ন মাধ্যমে জাহিদুলকে ৫ লক্ষ টাকার সহায়তা করেন গোলাম রাব্বানী। যা দিয়ে দোকান করে পরিবার চালাচ্ছেন জাহিদুল।

জাহিদ ঢাবি শিক্ষার্থীদেরকে গোলাম রাব্বানীকে ডাকসুতে ৩ নিম্বর ব্যালটে ভোট দিতে বলেন।

উল্লেখ্য গোলাম রাব্বানী এখনো পর্যন্ত প্রায় আড়াইশতো অসহায় ব্যক্তিকে সহায়তা করেছেন। অনেক শিক্ষার্থীকে তিনি আর্থিক সহায়তা দিয়ে ঢাবিতে ভর্তি করে দিয়েছেন।

তিনি অসহায় মানুস দেখলেই ছুটে যান তার কাছে। সামর্থ অনুযায়ী তিনি সাহায্য করেন যা ঢাবির সকলেরই জানা কথা।