ঢাকা মঙ্গলবার, ২১শে মে ২০২৪, ৮ই জ্যৈষ্ঠ ১৪৩১


জিবিএস ভাইরাস আক্রান্ত জবি ছাত্রী ইমু বাচঁতে চায়!


৬ মার্চ ২০১৯ ১১:৫৪

আপডেট:
২১ মে ২০২৪ ১৯:৫৭

 জিবিএস ভাইরাস আক্রান্ত জবি ছাত্রী ইমু বাচঁতে চায়!

শাহানা আক্তার ইমু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ১৩ তম ব্যাচের ছাত্রী।গুইলেন বারি সিন্ড্রোম (জিবিএস) ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তিনি।


জানা যায়, গুইলেন বারি সিন্ড্রোম (জিবিএস) ভাইরাসে আক্রান্ত হয়ে পুরো শরীর প্যারালাইজড হয়ে গেছে ইমুর। বর্তমানে ঢাকা মেডিকেলের আইসিউতে ভর্তি আছে।
আরো জানা যায়, স্বাভাবিকভাবেই জীবন-যাপন করছিলো ইমু, হঠাৎ করেই গতকাল সোমবার রাতে জ্ঞান হারিয়ে যায় এবং সমস্ত শরীর প্যারালাইজড হয়ে যায়। এই অবস্থায় তাকে আইসিইতে ভর্তি করা হয়েছে।
ডাক্তার বলেছন, তার শরীরে গুইলেন বারি সিন্ড্রোম (জিবিএস) ভাইরাসে আক্রান্ত হয়ে হাত পা প্যারালাইজড হয়ে গেছে। এক সপ্তাহের মধ্যে সেটি শরীরের ভিতরে প্রবেশ করে স্বাস প্রশ্বাস বন্ধ করে দিতে পারে। তাহলে তার মৃত্যু অনিবার্য।
সেজন্য তার শরীরের ভাইরাস সংক্রামণ বন্ধ করার জন্য তাৎক্ষণিক ইনজেকশন দেয়া জরুরী প্রয়োজন।
এই মূহুর্তে তাৎক্ষনিকভাবে ইনজেকশন দেয়ার জন্য প্রায় ৮ থেকে ৯ লক্ষ টাকার প্রয়োজন। তাৎক্ষনিকভাবে ইনজেকশনটির ব্যবস্থা করা না গেলে তাকে বাঁচানো সম্ভব নয়। তার পরিবারের পক্ষে এতগুলো টাকা যোগাড় করা সম্ভব নয়। ই অবস্থায় আপনাদের সবার সহযোগিতাই পারে ইমুর জীবন বাঁচাতে।
সাহায্য পাঠানোর ঠিকানা
০১৭৮১৯৫৪৫৩৭ (বিকাশ)
০১৬৮৬৫৬৪২৮২৬ (রকেট)