ঢাকা বুধবার, ২২শে মে ২০২৪, ৯ই জ্যৈষ্ঠ ১৪৩১


শীতার্তদের পাশে জবি ছাত্রলীগ নেতা আলম


১৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:২৬

আপডেট:
২২ মে ২০২৪ ০৮:৪৯

শীতার্তদের পাশে জবি ছাত্রলীগ নেতা আলম

গভীর রাতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদ্য সাবেক সহ সম্পাদক জাহিদ হাসান আলম। তিনি জবির আইন বিভাগে অধ্যয়নরত। 

বুধবার দিবাগত গভীর রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশ এলাকায় ঘুরে ঘুরে শীতার্তদের খোজখবর নেন এবং তাদের শীতবস্ত্র বিতরণ করেন।

গভীর রাতে হেঁটে হেঁটে শীতবস্ত্র বিতরণ প্রসঙ্গে ছাত্রলীগের এই নেতা বলেন, আসলে দেশে একটু শীত কমলেও এখনো শীতের কাপড় মানুষের দরকার। অএনেক শীত নেই ভেবে এখন কাপড় দিচ্ছেনা। তাই আমার এই উদ্যোগ।  এ সময় তাদের পাশে দাঁড়ানো প্রতিটি মানুষের উচিত।এটা আমাদের নৈতিক দায়িত্ব।

তিনি সকল বৃত্তবানদের শীতার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানান।

শীতার্তদের সাথে কথা বললে তারা আবেগে কান্নায় ভেঙ্গে পরেন। এবং তারা বলেন, আসল দেশের ছাত্র সংগঠনগুলোর এমন ছাত্রদেরই নেতা বানানোই উচিত।

তারা বলেন, ‘শীতেr কষ্টে ঘুমাতে অনেক কষ্ট হতো। কিন্তু টাকার জোগাড় না হওয়ায় আর শীতবস্ত্র কেনা সম্ভব হচ্ছিলনা। তার দেয়া এই শীতবস্ত্র দিয়েই আমআদের এই শীতকাল কেটে যাবে। তার জন্য দুয়া রইল।'