ঢাকা শনিবার, ৫ই জুলাই ২০২৫, ২২শে আষাঢ় ১৪৩২


দূর্ঘটনা নিহত ছাত্রলীগ কর্মীর পরিবারের পাশে রাজিদুল


প্রকাশিত:
১৯ জানুয়ারী ২০১৯ ১২:২৪

দূর্ঘটনা নিহত ছাত্রলীগ কর্মীর পরিবারের পাশে রাজিদুল


মোটর সাইকেল দুর্ঘটনা নিহত ছাত্রলীগ কর্মী রিপনের পরিবারের পাশে দাড়ালেন আরেক ছাত্রলীগ নেতা রাজিদুল ইসলাম।
জানা যায়, নিহত রিপনের বাবা ছয় আগে মারা গেছে একমাত্র পরিবারের উপর্জনক্ষম ছেলে ছিল রিপন, সম্প্রতি একটি মোটর সাইকেল দুর্ঘটনায় তিনি মারা যান।

এমতা অবস্থায় রিপনের পরিবার চরম দুরবস্থায় পড়েন,নিহত রিপনের ছোট একটি বোন অষ্টম শ্রেনীতে পড়েন,মা অন্যের বাড়িতে কাজ করে, তাতে সম্ভব হয়ে ওঠেনা সংসার খরচ।

অনেকের কাছে সাহায্য চেয়েছেন মেলেনি কোন সাহায্য । এমতাবস্থা এই নি:স্ব পরিবারের পাশে দাড়ালেন মানিকগঞ্জ লুন্ঠনের সভাপতি ছাত্রলীগ নেতা রাজিদুল ইসলাম।
এ সম্পর্ক নিহত রিপনের মা বলেন,অনেকের কাছে সাহায্যে চেয়েছি কেউ আসে নাই, রাজিদুল আমাদের পরিবারের পাশে ফেরেশতা হয়ে দাড়িয়েছে, এখন আমার মেয়ের পড়াশুনা চালাইতে পারব ।