ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস


৩০ এপ্রিল ২০২৫ ১৫:৪৯

আপডেট:
৩০ এপ্রিল ২০২৫ ২২:৪৮

চিন্ময় কৃষ্ণ দাস। ছবি: সংগৃহীত

চিন্ময় কৃষ্ণ দাসের জামিন প্রশ্নে রুল অ্যাবসলিউট (যথাযথ) ঘোষণা করেছেন হাইকোর্ট। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এর আগে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন প্রশ্নে রুল শুনানির জন্য ৩০ এপ্রিল দিন ঠিক করেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের সময়ের আরজির পরিপ্রেক্ষিতে গত ২৩ এপ্রিল হাইকোর্টের বেঞ্চ শুনানি মুলতবি করেন।

তারও আগে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ২ জানুয়ারি চিন্ময় দাসের জামিন আবেদন খারিজ করে দেন। পরে গত ১২ জানুয়ারি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন চিন্ময় দাস।

৪ ফেব্রুয়ারি তার জামিন প্রশ্নে হাইকোর্টের একটি বেঞ্চ রুল জারি করে দুই সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষকে ব্যাখ্যা দিতে বলেন।