ঢাকা শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১


কবজি কাটা গ্রুপের সদস্য ‘পানি রুবেল’ গ্রেপ্তার


১৮ মার্চ ২০২৫ ১৩:০২

আপডেট:
১১ এপ্রিল ২০২৫ ১৭:৩৪

রাজধানীর আদাবরের মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার কবজি কাটা আনোয়ার এবং টুন্ডা বাবুর অন্যতম সহযোগী মো. রুবেল ওরফে পানি রুবেলকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।

গতকাল সোমবার সন্ধ্যায় ভোলা সদর থানার লঞ্চঘাট এলাকা থেকে র‌্যাব-৮ ও র‌্যাব-২ এর সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

এদিন রাতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি খান আসিফ তপু।

তিনি জানান, আদাবর থানায় একটি হত্যাচেষ্টা মামলায় রুবেলকে ভোলা সদরের লঞ্চঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে তিনি জানান, আসামি রুবেল রাজধানীর বিভিন্ন জায়গায় চুরি, ডাকাতি, ছিনতাই ও বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত ছিল। পরবর্তীতে টুন্ডা বাবুর মাধ্যমে কবজি কাটা আনোয়ারের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে এবং তাদের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত হয়।

রুবেল কবজি কাটা আনোয়ারের নির্দেশে মোহাম্মদপুর ও পার্শ্ববর্তী এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, ভূমি দখল, চুরি-ছিনতাই, ডাকাতি, হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত এবং আনোয়ার গ্রেপ্তার পরবর্তী সময়ে সে সন্ত্রাসী কার্যকলাপ নিয়ন্ত্রণ করে।

পানি রুবেলের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, হত্যাচেষ্টাসহ বিভিন্ন অপরাধে ১৪টি মামলা রয়েছে বলে জানা যায় এবং সে বিভিন্ন মেয়াদে একাধিকবার কারাভোগ করে।

সাধারণত দিনের বেলায় তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিভিন্ন এলাকায় কম জনসমাগমপূর্ণ স্থানে পথচারীদের জিম্মি করে নগদ অর্থ, মোবাইল, ল্যাপটপ, ভ্যানিটি ব্যাগ ইত্যাদি মূল্যবান সামগ্রী ছিনতাই করে এবং রাত গভীর হলেই বাসাবাড়ি, ফ্লাটে ও গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে সর্বস্ব লুটে নেয়।