ঢাকা সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


ওএমএস পণ্য জালিয়াতিতে এক ডিলারকে ১ মাসের কারাদণ্ড


প্রকাশিত:
১৩ মার্চ ২০২৫ ২২:৫২

খাদ্য অধিদপ্তরের ট্রাকসেলের ওএমএসে পণ্য জালিয়াতির ঘটনায় ডিলার প্রতিনিধি মো. ফারুক হোসেনকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ মার্চ)  ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম সোহাগ মোবাইল কোর্টের আইনে এ শাস্তি দেন। 

জানা গেছে, স্থানীয় লোকজনের অভিযোগে প্রেক্ষিতে 

এদিন  ঢাকায়  মোহাম্মদপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম। এসময় ৫ কেজির পরিবর্তে ২০ কেজি আটা বিক্রি করা ও মাস্টার রোলের হিসেবের সাথে স্টকের গড়মিল থাকায় ডিলার প্রতিনিধি মো. ফারুক হোসেনকে হাতে নাতে ধরেন তিনি। এ ঘটনায় অভিযুক্ত মো: ফারুক হোসেনকে  ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০/- অর্থদণ্ড, অর্থদণ্ড অনাদায়ে আরো অতিরিক্ত  ০৩ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে আসামীকে জেল হাজতে প্রেরণ করেন। এছাড়া অবিক্রিত চাল,আটার জব্দ তালিকা তৈরি করে খাদ্য উপ পরিদর্শকের জিম্মায় রাখা হয়।

এসময় খাদ্য পরিদর্শক, উপ খাদ্য পরিদর্শক, ডিলারের প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।