দুর্নীতিবাজরা খুনিদের চেয়েও খারাপ: হাইকোর্ট

দুর্নীতিবাজরা খুনিদের চেয়েও খারাপ। তারা মাটির নীচে গেলেও তাদের কাছ থেকে পাওনা টাকা আদায় করা হবে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।
রোববার (১৫ ডিসেম্বর) সকালে সাইম্যাক্স লেদারের দুর্নীতি নিয়ে সংবাদ নজরে আনা হলে এ মন্তব্য করেন হাইকোর্ট। এ ঘটনায় জামিন পাননি ঢাকা ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমিনুল ইসলাম।
একইসাথে সাইম্যাক্স লেদারের এমডি ও চেয়ারম্যানকে সিএমএম কোর্টের জামিন দেয়া ঠিক হয়নি বলেও মন্তব্য করেন হাইকোর্ট।