ঢাকা সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশিসহ আটক ৩৯ অভিবাসী


প্রকাশিত:
২২ জুন ২০২৫ ১৮:০৯

ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় অবৈধ ই-বর্জ্য কারখানায় অভিযান চালিয়ে ২৭ বাংলাদেশিসহ ৩৯ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গত বৃহস্পতিবার সেলাঙ্গরের পুলাউ ইন্দাহতের একটি কারখানা থেকে তাদের আটক করা হয়।

আজ রবিবার (২২ জুন) ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে এ তথ্য জানান। তিনি বলেন, অভিযানে মালয়েশিয়ান ইমিগ্রেশন সদর দপ্তরের এনফোর্সমেন্ট বিভাগের কর্মকর্তা ও কর্মীদের একটি দল জাতীয় নিবন্ধন বিভাগের (জেপিএন) সহযোগিতায় অংশ নিয়েছিল।

জনসাধারণের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে।

তিনি আরো বলেন, অভিযানে মোট ৪২ জনকে যাচাই করা হয়। যার মধ্যে ৩৯ জন অবৈধ অভিবাসী এবং তিনজন স্থানীয় নাগরিক। পরে অবৈধ অভিবাসীদের আটক করা হয়। আটকদের মধ্যে ৩১ জন পুরুষ ও বাকিরা নারী।

জাকারিয়া শাবান বলেন, ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩-এর ৩৯ (বি) ধারার অধীনে অপরাধে তাদের আটক করা হয়েছে। আরো তদন্ত এবং ব্যবস্থা নেওয়ার জন্য তাদের ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে।