সাগর রেইনের কাছে “টাকা বড় না বউ বড়”
“টাকা বড় না বউ বড়” নাটক আসছে Sagor Rain Entertainment ইউটিউব চ্যানেলে। বর্তমান সময়ের ঘটনা নিয়েই নির্মিত এই নাটক। টাকা মানুষকে পরিবর্তন করে নাকি বউ মানুষকে পরিবর্তন করে,নাটকটি দেখলে সবাই বুঝতে পারবেন। গল্পের ধারণা সাগর রেইনের, নাটকটিতে অভিনয় করেছেন -সহিদ বাদল,ডেনি রাজ,সাগর রেইন,প্রিয়া মিম সহ অনেকে।
নাটকের নায়িকা প্রিয়া মিম বলেন এই নাটকে অনেক কষ্ট করেছি এই ঠান্ডায়,মশার কামড় খেয়েছি,আমাদের সব কষ্ট দর্শকের জন্য,আপনারা অবশ্যই নাটকটি দেখবেন। সিনেমার অভিনেতা ডেনিরাজ এই নাটকে বড় চরিত্র বহন করেছেন। রচনা ও পরিচালনায়-হৃদয় জাহান। “টাকা বড় না বউ বড়” নাটকটি দেখবেন, সাগর রেইন এন্টারটেইনমেন্ট এর সঙ্গে থাকবেন।