ঢাকা শনিবার, ১৮ই মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


(গ) ইউনিট ফেল (ঘ) প্রথম, অতঃপর প্রতিক্রিয়া


১৮ অক্টোবর ২০১৮ ০৬:১৪

আপডেট:
১৮ অক্টোবর ২০১৮ ০৬:২৭

বুবলিরভাই, বুবলির ভাইয়ের সাথে  শাকিব

মাহমুদুল হাসান 

নিজের ইউনিটের(গ ইউনিট) ভর্তি পরীক্ষায় ফেল করলেও “ঘ” ইউনিটে প্রথম এবং সর্বোচ্চ নম্বর অর্জন করেন মোঃ জাহিদ হাসান আকাশ | যা অবিশ্বাস্য, দৃষ্টিকটু এবং ভর্তি  জালিয়াতিতে জড়িত থাকার একটি বড় প্রমাণ বহন করে | ঢাকা বিশ্ববিদ্যালয়ে  পড়ুয়া শিক্ষার্থীদের টাইমলাইন থেকে সংগ্রহীত এ স্ট্যাটাস এবং ছবি গুলোঃ 

 

*** ভারতীয় উপমহাদেশের একজন স্মরণীয়বাঙালি ব্যক্তিত্ব, বহুভাষাবিদ(তামিলসহ), বিশিষ্টদার্শনিক, কবি, সাহিত্যিক,ব্যাকরণবিদ,
ড.মুহাম্মাদ শহীদুল্লাহ,শেরেবাংলা একে ফজলুলহক,ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একমাত্র সুযোগ্যঅনুসারী, 
অলৌকিক শক্তিতে তাহাদের স্থান দখলকারী
২০১৮ -১৯ সেশনে ঢাবি(ঘ ইউনিট) ভর্তিপরীক্ষায় ২০০ এর ভিতরে ১৯১.৬৬ পেয়ে ১মস্থান অর্জনকারী বাঙলার সূর্য সন্তান MD Jahid Hasan Akash

৩০০ মিলিয়ন বাঙালীর পক্ষ থেকে অভিনন্দনআপনাকে |||

 

*** অসীম মেধাবী!!বিদ্যার জাহাজ!!পিওরটেলেন্ট!!
আর কি বলবো বুঝতেছিনা |
C ইউনিটে ফেইল করে D ইউনিটে ১ম ||
ঘুরে দাঁড়ানোর কি উজ্জ্বল বিরল দৃষ্টান্ত!!ভাইটিরঘুরে দাঁড়ানোর গল্প রবার্ট ব্রুশের গল্প কেউ হারমানায়।

পুনর্জন্মে বিশ্বাস করতাম না।কিন্তু এই ছেলেকেদেখার পর বিশ্বাস পালটে গেছে।ইনার এইফলাফল দেখে মনে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ড. মুহম্মদ শহীদুল্লাহ্, শেকসপিয়ার,রবার্টব্রুশ,শেরে বাংলা এ কে ফজলুল হক একসাথেএই ছেলের রুপে পৃথিবীর বুকে ফিরে এসেছেন।
ক্যাম্পাসে উষ্ণ অভিনন্দন জানাই এই ভাইটিকে |

 

*** আমি: "গ" ইউনিটে ফেইল করে "ঘ" ইউনিটেপ্রথম হওয়া ছাত্রটাকে নিয়ে একটা উইশ করো।

ছোটভাই: প্রথমেই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়েরসবচেয়ে বড় অভিভাবক মাননীয় ভিসি স্যারকেউইশ করতে চাই। ||
তারপর আমাদের একজন অনেক দায়িত্ববানপ্রক্টর স্যার আছেন, অনেক বিউটিফুল |আমিতাকেও উইশ করতে চাই। ||
আমি এগুলোকেই উইশ করতে চাই। ধন্যবাদ।

 

*** ভারতীয় উপমহাদেশের একজন স্মরণীয়বাঙালি ব্যক্তিত্ব, বহুভাষাবিদ(তামিলসহ), বিশিষ্টদার্শনিক, কবি, ২০১৮ -১৯ সেশনে ঢাবি(ঘইউনিট) ভর্তি পরীক্ষায় ২০০ এর ভিতরে১৯১.৬৬ পেয়ে ১ম স্থান অর্জনকারী বাঙলার সূর্যসন্তান MD Jahid Hasan Akash। কত বড়মাপের ব্যাকরনবিদ সে,সেটা মার্ক দেখলেই বুঝাযায়।
ইংরেজি সাহিত্যের উইলিয়ামশেক্সপিওর,উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ,টি. এস.এলিয়ট এবং বাংলা সাহিত্যের হুমায়ুনআজাদ,ড.মুহম্মদ শহীদুল্লাহ চলে গেছেন এইঅবস্থার সাহিত্যের হাল ধরার জন্য এমনএকজনেরই দরকার ছিল। 
ড. মুহম্মদ শহীদুল্লাহর পুনজন্ম এভাবে হবে কেউভাবতে পারে নি। সত্যিই মহান তিনি, আমরাওনাকে দেখে অনুপ্রাণিত হব || আমার একটাইউইশ- ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ওনারতিনটা উইশ পুরন করে দেয়ার দাবি জানাব ||

 

*** ভিসি মহোদয়: কে,কখন, কীভাবে কী অর্জনকরে বসে, তা বলা কঠিন!

আমরা: সহমত স্যার!

 

***এটা এক বাংলা মুভির কাহিনী ,
পরিচালনা ও পরিবেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয়সংস্থা ||

 

***বাংলাদেশের ইতিহাসে সেরা মেধাবী ভাইটিরনাম গিনেস বুকে দেখতে চাই....|
ভাইটি ঢাবিতে ঘ ইউনিটে ভর্তি পরিক্ষায় লিখিত১২০ এর মধ্যে ১১৪.৩০ পেয়েছে যা ঢাকাবিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বোচ্চ প্রাপ্ত নাম্বার।কি হিংসা হয়, হতে চান ভাইটির মতো...|

*** সিনেমার পর্দায় দেখেছি দিলদারকে,চান্দে দেখেছি সাইদীকে ,চোখের সামনে দেখেছি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে |

 

*** আজ বুবলি আপু বেঁচে থাকলে স্টাটাসদিতেন।আলহামদু লিল্লাহ!
আমার আদরের ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ভর্তি
পরীক্ষায় ১ম স্থান অধিকার করেছে, সবাই তারজন্য দোয়া করবেন |

 

*** আসুন দলে দলে ভাইয়ের কাছে বাংলাপড়তে যাই|

ইনি ই আসল "বিদ্যাছাগল"