ইউএনওর প্রচেষ্টায় জমি ফেরত পেল শতাধিক ভূমিহীন পরিবার

জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশীরামে গতকাল বুধবার দুপুরে ১০০টি ভূমিহীন পরিবারের জন্য সরকারি বরাদ্দ দেওয়া প্রায় ৭ একর জমি পুনরায় উদ্ধার করেছেন উপজেলা নির্বাহী অফিসার।
বুধবার দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা সরেজমিনে উপস্থিত থেকে এ জমি উদ্ধার করে ভূমিহীন পরিবারদের মাঝে দখল বুঝিয়ে দেন।
২০০০ সালে কাশীরাম গ্রামে প্রায় ১৫ একর জমিতে ১০০টি ভূমিহীন পরিবারকে ব্যারাক নির্মাণের মাধ্যমে পুনর্বাসন করা হয়েছিল। তবে ২০০৩-০৪ সালে নদীভাঙনের ফলে ব্যারাকগুলো নদীগর্ভে বিলীন হয়ে যায়। পরবর্তীতে একই স্থানে নতুন চর জেগে উঠলে প্রতি পরিবারকে ৫ শতাংশ করে কবিলত দলিলের প্রেক্ষিতে ৬.৬৬ একর জমি উদ্ধার করে ১০ ফিট রাস্তা নির্ধারণ এবং ভূমিহীন পরিবারগুলোকে উদ্ধার করে দেন।
তবে দীর্ঘদিন ধরে জমি অবৈধ দখলদারদের দখলে থাকার কারণে প্রকৃত অধিকারভোগীরা তাদের জমির দখল পাচ্ছিলেন না।
গত জানুয়ারি মাসে একটি সরকারি পরিমাপক (সার্ভেয়ার) দলকে ভূমি পরিমাপে পাঠানো হলে তাদের দখলদাররা ভূমি পরিমাপে বাধা দেন বলে জানা গেছে।
কালীগঞ্জ থানার পুলিশ এবং সেনাবাহিনীর সহায়তায় ৬.৬৬ একর জমি উদ্ধার করে প্রকৃত ভূমিহীন যাদের বিগত সময় ৫ শতাংশ করে জমি কবিলত করে দিয়ে পুনর্বাসন করা হয়েছিল তাদের এ জমি উদ্দার করে বুঝিয়ে দেয়া হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা।
স্থানীয়দের দাবি আশ্রায়ন প্রকল্পের এই জমিগুলো নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার কারণে এখানে বসবাসরত অনেকেই অন্যের জমিতে বা সরাকারি বাঁধে বসবাস করছেন। জমি উদ্ধার কওে দেওয়ার কারনে ভূমিহীনরা পুনরায় তাদের বসতবাড়ি নির্মাণের ঠিকানা খুঁজে পেলো।