স্বরূপকাঠির বাস কাউন্টারকে ভ্রাম্যমাণ আদালতের ৭ হাজার টাকা জরিমানা

শনিবার (৫ এপ্রিল) নেছারাবাদ (স্বরূপকাঠি) বাস স্ট্যান্ডে ভোক্তা অধিকার আইন (ধারা ৪০) ভ্রাম্যমান আদালতের অভিযানে এক বাস কাউন্টারকে ৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হান মাহমুদ এর নেতৃত্বে ও থানা পুলিশের সহায়তায় তথ্য সূত্রের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হান মাহমুদ এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযানে মোল্লা পরিবহন নামের একটি বাস কাউন্টারকে ভোক্তা অধিকার আইন ৪০ ধারায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযোগ রয়েছে এই বাস স্ট্যান্ডের সকল কাউন্টারে সিন্ডিকেট করে সরকারি ধার্যকৃত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছে, যা বেআইনি। সরেজমিনে গিয়ে দেখা যায় এখানে প্রতি টিকিটে অতিরিক্ত ২৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বেশি ভাড়া সাধারণ যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে। সকল প্রমানাদি পাওয়া সাপেক্ষে মোল্লা পরিবহনকে তাৎক্ষণিক ৭ হাজার টাকা জরিমানা করা হয় এবং সঠিক দিক নির্দেশনা প্রদান করা হয়। পরবর্তীতে সরকার নির্ধারিত মূল্যে প্রতি কিলোমিটার ২.৬০ টাকা হারে বাস ভাড়া নেওয়ার নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া তিনি প্রতিটি যাত্রীকে টিকিট প্রদান করা ও টিকিটে সঠিক তারিখ, টাকার পরিমান ও স্বাক্ষর প্রদানের মাধ্যমে টিকিট বিক্রির নিশ্চয়তা প্রদান করতে সংশ্লিষ্ট বাস ও কাউন্টার মালিক সহ সকল কর্মচারীদের দিক নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে এর ব্যতিক্রম হলে ভোক্তা অধিকার আইনে কঠোর পদক্ষেপ নেয়া হবে, যাতে জেল জরিমানা ও প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সীলগালা পর্যন্ত করার সম্ভাবনা রয়েছে এবং যারা সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে টিকিট কেটেছেন তাদের বাড়তি টাকা ফেরত দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়।
এ বিষয়ে মোল্লা পরিবহনের কাউন্টারের দ্বায়িত্বে থাকা হৃদয় অভিযানের আগের দিন শুক্রবার (৪ এপ্রিল) বলেন, ঈদ উপলক্ষে অতিরিক্ত ২৫০ - ৩০০ টাকা বেশি নেই আমরা। তা না হলে আমাদের পোষায় না। টিকিটের মূল্য এক টাকাও কমানো যাবে না। এই সিদ্ধান্ত আমাদের মালিক পক্ষ বা মালিক সমিতির নির্দেশ। এখানে আমাদের কিছুই করার নেই।
কমিশনার রায়হান মাহমুদ আরো বলেন, অভিযানের শুরুতে যখন আমরা মোল্লা পরিবহনের কাউন্টারে প্রবেশ করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি তখন আশপাশের অন্যান্য কাউন্টারের লোকজন কাউন্টার বন্ধ করে সটকে পড়ে। এতে অন্যান্য কাউন্টারে অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি। অভিযোগ আছে এখানকার প্রত্যেকটি বাস কাউন্টারে একই নিয়মে সিন্ডিকেট করে সাধারণ যাত্রীদের কাছ থেকে অনৈতিক ভাবে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। তবে সবাইকে ধরতে না পারলেও আমাদের এ অভিযান ঈদ পরবর্তী সময় সহ আগামীতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সরকার নির্ধারিত লোকাল বা দূরপাল্লার (নন এসি) বাস বাড়া প্রতি কিলোমিটার - ২ টাকা ষাট পয়সা হারে যতো কিলোমিটার হবে ততো গুন।
সে ক্ষেত্রে স্বরূপকাঠি থেকে ঢাকার দূরত্ব ২০০ কিলোমিটার। ভাড়া হবে (২.৬০ × ২০০) = ৫২০ টাকা।