ঢাকা শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১


নদীখনন ও বাঁধ নির্মাণসহ ৫ দফা দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন


২৫ মার্চ ২০২৫ ১৬:৪৬

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ২২:৫৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নদী খনন, বাঁধ নির্মাণ, প্রাথমিক বিদ্যালয় ও কমিউনিটি হাসপাতাল স্থাপন, সেচ কাজে বিদ্যুৎ সংযোগ এবং রাস্তা পাকাকরণসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ মার্চ) বিকেলে কুড়িগ্রাম নদী রক্ষা ও চর উন্নয়ন আন্দোলন কমিটির আয়োজনে উপজেলার নুনখাওয়া ইউনিয়নের কাঠগিরী চরে দুধ কুমোর নদীর তীরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম নদী রক্ষা ও চর উন্নয়ন আন্দোলনের প্রধান নির্বাহী ও সমন্বয়কারী, স্পেশাল প্রসিকিউটর (অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল) অ্যাডভোকেট এস.এম. নুরে এরশাদ সিদ্দিকী।

প্রধান বক্তা ছিলেন সংগঠক মোঃ আমিনুল ইসলাম (আমিন)। এছাড়াও বক্তব্য রাখেন এরশাদুল হক, এমসি আকাশ, শিমুল মাহমুদ, ফরহাদ হোসেন সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা চরাঞ্চলের অবহেলিত জনগণের জীবনমান উন্নয়নে অবিলম্বে দাবি পূরণের আহ্বান জানান। তাঁরা বলেন, “নদী খনন এবং বাঁধ নির্মাণের মাধ্যমে বন্যা ও নদীভাঙন থেকে মানুষকে রক্ষা করা সম্ভব। পাশাপাশি, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চরে প্রাথমিক বিদ্যালয় ও কমিউনিটি হাসপাতাল স্থাপন জরুরি।”

দাবিসমূহ:

১. দুধ কুমোর নদী খনন এবং স্থায়ী বাঁধ নির্মাণ।
২. নুনখাওয়া চরে একটি প্রাথমিক বিদ্যালয় ও কমিউনিটি হাসপাতাল স্থাপন।
৩. সেচ কাজে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ প্রদান।
৪. সাহেবগঞ্জ থেকে কাঠগিরী বাজার পর্যন্ত রাস্তা পাকাকরণ।
৫. চর কৃষকদের জন্য বিশেষ কৃষি প্রণোদনা ঘোষণা।

বক্তারা দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যদি দাবি পূরণ না হয়, তাহলে আরও বড় পরিসরে আন্দোলন গড়ে তোলা হবে।”

স্থানীয়রা আশা প্রকাশ করেন, এই মানববন্ধনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হবে এবং চরবাসীর দুর্ভোগ লাঘব হবে।