ঢাকা শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১


রৌমারী উপজেলাতে মৎস্য আবাসস্থল পূনরুদ্ধার পরামর্শ সভা অনুষ্ঠিত


২৫ মার্চ ২০২৫ ১৬:৪১

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ২৩:০৭

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলাতে মৎস্য আবাসস্থল পূনরুদ্ধার বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। আরডিআরএস বাংলাদেশ ট্রোসা-২ প্রকল্পের আয়োজনে রোববার (২৩ মার্চ) সকাল ১১টার দিকে রৌমারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

মৎস্য আবাসস্থল পূনরুদ্ধার বিষয়ে পরামর্শ সভা পরামর্শমূলক বক্তব্য রাখেন, রৌমারী সরকারী ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক আব্দুল আউয়াল, প্রভাষক আনজুমান আরা ও রৌমারী মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক আক্তারুজ্জামান আক্তার, সমাজকর্মী মহিউদ্দীন মহির, সংবাদকর্মী জিতেন চন্দ্র দাস, মাসুদ পারভেজ রুবেল ও সহকারী শিক্ষিকা উফাত জাহান, আরডিআরএস বাংলাদেশ ট্রোসা-২ প্রকল্পের প্রজেক্ট অফিসার খায়রন্নেসা সরকার। এছাড়াও উপজেলার তিন ইউনিয়নের জেলে সম্প্রদায়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে নদ-নদী, খাল- বিলের মাছ কমে যাওয়ার অন্যতম কারণ হলেও মানুষের তৈরী অনেক কারনই এর জন্য দায়ী।

পরামর্শের আলোচকরা বলেন, কৃষিতে কীটনাশকের ব্যবহার, মাছ ধরার ক্ষতিকর চায়না জাল, কারেন্ট জাল, গ্যাস ট্যাবলেট, কারেন্ট শকের ব্যবহার মাছসহ জলের অন্যান্য উদ্ভিদ ও প্রাণের ক্ষতি করছে। পোনা মাছ ও ডিম ওয়ালা মাছ ধরার কারনেও মাছের বিস্তার কম হচ্ছে। সভায় সমস্যা তুলে ধরার পাশাপাশি মৎস্য আবাসস্থল পুনরুদ্ধারে মাছ ধরায় ক্ষতিকর পদ্ধতি বন্ধে সচেতনতা বৃদ্ধি করা, মাছের ডিম ছাড়ার সময় মাছ ধরে জীবিকা নির্ভর জেলেদের খাদ্য সহায়তা দিয়ে মাছ ধরা থেকে বিরত রাখাতে হবে, জলাশয়গুলোতে শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণের ব্যবস্থা করাসহ জলজ উদ্ভিদের বিস্তার ঘটানোর পরামর্শও দেন সভার আলোচকরা। এতে সমস্যা গুলো অনেকটা কাটিয়ে উঠা যাবে বলে জানান তারা।