ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


মানিকগঞ্জে বাংলাদেশ আনসার ও ভিডিপি’র জেলা সমাবেশ অনুষ্ঠিত


২৫ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৫৩

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ১২:০০

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (জেলা কমান্ড্যান্ট কার্যালয়) মানিকগঞ্জের আয়োজনে জেলা সমাবেশ-২০২৫ মানিকগঞ্জ জেলার শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি সকাল ৯:০০ টা থেকে দুপুর ২:০০ টা পর্যন্ত অনুষ্ঠিত হয় এবং এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মানিকগঞ্জ জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট জনাব মোঃ সাহাদাত হোসেন, বিভিএম।

সমাবেশের সভাপতিত্ব করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও ভিডিপি সদর দপ্তর, খিলগাঁও, ঢাকার উপ মহাপরিচালক (প্রশিক্ষণ) জনাব মোঃ রফিকুল ইসলাম বিভিএম, বিভিএমএস, পিভিএমএস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, মানিকগঞ্জ, জনাব মোছাঃ ইয়াছমিন খাতুন। অনুষ্ঠানটি বর্ণিল বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতীক হিসেবে পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদ, বিশেষ করে আনসার কমান্ডার ও ভাষা শহীদ আবদুল জব্বারকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় শহীদ হওয়া ৬৭০ জন বীর আনসার সদস্যকে সম্মান জানান। তিনি দেশের শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ আনসার ও ভিডিপির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা জোর দিয়ে বলেন।

তিনি জুলাই পরবর্তী সাম্প্রদায়িক অশান্তি মোকাবিলায় কমিউনিটি অ্যালার্ট মেকানিজমের কার্যকর প্রতিক্রিয়ার কথা উল্লেখ করেন। মাদকবিরোধী অভিযান, বাল্যবিয়ে প্রতিরোধ, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে আনসার ও ভিডিপি সদস্যদের অবদানের ভূয়সী প্রশংসা করেন।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন, মানিকগঞ্জ জনাব ডাঃ মোঃ মকছেদুল মোমিন; উপ-পরিচালক (উপসচিব), স্থানীয় সরকার শাখা জনাব সানজিদা জেসমিন; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মানিকগঞ্জ জনাব সুজন কুমার; উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, মানিকগঞ্জ জনাব অলকা প্রভা দে; আঞ্চলিক ব্যবস্থাপক, আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক, ঢাকা অঞ্চল, জনাব মোঃ এনামুল হক; জনাব মোঃ ইবনুল হক, সহকারী জেলা কমান্ড্যান্ট, মানিকগঞ্জ আনসার ও ভিডিপি। এছাড়া, উক্ত অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা আনসার ও ভিডিপির বিভিন্ন পদবীর কর্মকর্তা, কর্মচারী এবং অত্র জেলার সাতটি উপজেলার ৩০০ জন আনসার-ভিডিপি সদস্য-সদস্যা অংশগ্রহণ করেন।