নিজেকে বদলাতে পারলে বদলে যাবে সমাজ, জাতি, রাস্ট্র: গ্রীন তালুকদার

"সুন্দরবনকে রক্ষা করি, প্লাস্টিক ও পলিথিন দূষণ বন্ধ করি"- এই প্রতিপাদ্যকে সামনে রেখে "রূপান্তর" ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত প্লাস্টিক পলিথিন দূষণ রোধে উদ্বুদ্ধকরণ সমাবেশ" অনুষ্ঠিত হয়।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার উত্তর পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে "প্লাস্টিক ও পলিথিন দূষণ রোধে উদ্বুদ্ধকরণ সমাবেশ" আয়োজিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রীন তালুকদার।
তিনি তার মূল্যবান বক্তব্যে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, আর নয় প্লাস্টিক ও পলিথিন, আর নয় পরিবেশ দূষণ, আসুন আমরা সবাই প্লাস্টিক সামগ্রী ও পলিথিনকে বর্জন করি এবং বেশি বেশি ফলজ ও বনজ গাছ লাগাই এবং পরিবেশকে সকল প্রকার দূষণ থেকে মুক্তি দেই। আমরা যদি নিজেদের অভ্যাসকে বদলাতে পারি তাহলে সমাজ জাতি রাস্ট্র তথা পুরো পৃথিবীকে বদলে দিতে পারবো। এজন্য নিজ উদ্যোগে সকলকে প্লাস্টিক ও পলিথিন ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে এবং এগুলো বর্জন করতে হবে।
ছাত্রছাত্রী ও উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি উদাত্ত আহ্বান জানিয়ে আরো বলেন, আসুন আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি প্লাস্টিক ও পলিথিন সহ সকল ধরনের পরিবেশ দূষণ থেকে নিজেকে বিরত রাখি এবং অন্যকে বিরত থাকার বিষয়ে সামাজিক সচেতনতা বাড়াতে সহযোগিতা করি। আগামীর দিনগুলোতে যেনো আমাদের প্রতিপাদ্য এটা হয় যে, সকল প্রকার দূষণ থেকে নিজেকে বাঁচাই, সমাজকে বাঁচাই, তাহলে দেশ বদলে যাবে পুরো পৃথিবী বদলে যাবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপান্তরের জেলা সমন্বয়কারী সাহিদা বানু সোনিয়া।
সুন্দরবন ইউথ ফোরামের আহবায়ক সুবর্ণা আক্তার ও সোয়েব আহমেদের সঞ্চালনায় এ সময়ে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: বিল্লাল হোসেন, সিনিয়র শিক্ষক মোঃ এস এম ইব্রাহিম প্রমূখ, সিনিঃ শিক্ষক মোসাঃ নাছরিন, সীমা মন্ডল সহ অন্যান্য শিক্ষকমন্ডলী। বিদ্যালয়ের সকল শিক্ষার্থী এবং যুব ফোরামের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নাগরিক সচেতনতামূলক কার্যক্রম এবং শিক্ষার্থীদের সাংস্কৃতিক আয়োজনে বিষয়ভিত্তিক উপস্থিত বক্তৃতা, কবিতা পাঠ, গান, নৃত্য, "পরিবেশ বাঁচাই, দেশ বাঁচাই" শীর্ষক একটি নাটিকা উপস্থাপন ও পুরষ্কার বিতরণীর মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।