নকলায় শহিদ দিবস পালিত

২১ শে ফেব্রুয়ারি, শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিছিলে পুলিশের গুলিতে নিহত হন সালাম- বরকত-রফিক-জব্বারসহ বেশ কয়েকজন। মাতৃভাষার জন্য তাঁদের আত্মত্যাগ ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। তখন থেকেই দিনটি শহিদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
শহিদের স্মরণে নকলার কেন্দ্রিয় শহিদ মিনার সরকারি হাজী জালমামুদ কলেজ প্রাঙ্গনে পুষ্প স্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিবজন মিত্র, উপজেলা বিএনপি, সরকারি হাজী জাল মাহমুদ মহাবিদ্যালয়, নকলা থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় , নকলা উপজেলা ফারিয়া, পল্লী বিদ্যুৎ ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, নাগরিক কমিটির নেতৃবৃন্দ সরকারি কর্মচারী কল্যান সমিতি নেতৃববৃন্দ সহ আরও অনেকে।