ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


‘ঐতিহ্য বুক ইনফ্লুয়েন্সার আ্যাওয়ার্ড — ২০২৪ ’ পেলেন নবম শ্রেণির শিক্ষার্থী রফিকুজ্জামান আকিব।


১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪২

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ১৯:৫৮

রফিকুজ্জামান আকিব।

জিলা স্কুলের নবম শ্রেণির ছাত্র আকিব। সৃষ্টিশীল কাজ করার চেষ্টা করেন সবসময়। নিজেকে ছাড়িয়ে যাওয়ার এক অদম্য ইচ্ছে ছেলেটার। বই পড়া, লেখালিখি, অডিওবুক তৈরি, সাহিত্য সংগঠন পরিচালনা, সামাজিক কার্যক্রম, বই পর্যালোচনা, বই সংগ্রহ, ব্যক্তিগত পাঠাগার নিয়ন্ত্রণ, বইয়ের প্রচারণা এবং পাঠকের কাছে বই পৌঁছে দেওয়ার বাসনা - সব রকমের শিল্পসমৃদ্ধ কার্যক্রমে সমান অবদান রাখতে চেষ্টা করছেন এই কিশোর। ইতোমধ্যে অন্যপ্রকাশ থেকে “ অন্ধকারের গোলকধাঁধায় ” শিরোনামে তার রোমাঞ্চকর কিশোর উপন্যাস প্রকাশিত হয়েছে। আকিব চান একজন সাধারণ পাঠক হিসেবে আজীবন লিখে যেতে। এত অল্প বয়সে এতকিছু সমন্বয়ের চেষ্টার কারণে আকিব মনোনীত হয়েছেন ‘ ঐতিহ্য বুক ইনফ্লুয়েন্সার আ্যাওয়ার্ডে। ’

বই নিয়ে কাজ করা সৃষ্টিশীল মানুষদের নিয়ে আলোচনা খুব কমই হয়। সৃজনশীল ও শৈল্পিক কর্মযজ্ঞের তাই দিনকে দিন অবমূল্যায়ন হচ্ছে। তারা যথাযথ কৃতিত্ব, স্বীকৃতি পান না। লেখকরা ‘ বেস্টসেলার লেখক ’ অ্যাওয়ার্ড পান, প্রকাশনী পায় ‘ বেস্টসেলার প্রকাশক ’ অ্যাওয়ার্ড। কিন্তু, বই নিয়ে কাজ করেন এমন মহৎ মানুষজন আড়ালেই থেকে যান।

অনেকেই ব্যক্তিগত পাঠাগার তৈরি করেছেন, অনেকে আবার সামাজিক পাঠাগার। কারো কারো উদ্যোগে স্কুল, মসজিদ, মাদরাসা, গ্রাম, চায়ের দোকান, সেলুন, বাস, ট্রেনে গড়ে উঠেছে পাঠাগার। মানুষকে বইয়ের সাথে সম্পৃক্ত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এসব বইপ্রেমী।

কেউ কেউ স্ব-উদ্যোগে বইয়ের প্রচারণা করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বই নিয়ে তারা রিভিউ লিখেন, ভিডিও বানান, বইয়ের গ্রুপ বানান।

ঐতিহ্যের ২ যুগ পূর্তি উপলক্ষে বইমুখী এমন ইনফ্লুয়েন্সারদের জন্য ঐতিহ্য গতবছর আয়োজন করে ‘বুক ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড ২০২৪’।

অজস্র মেইল থেকে সম্মানিত বিচারকমণ্ডলী যাচাই-বাছাই করে ২৪ জন উদ্যোক্তা, রিভিউয়ার, বইপ্রেমীকে নির্বাচিত করেন। 


ঐতিহ্য, অন্যপ্রকাশ, অন্ধকারের গোলকধাঁধায়