ঢাকা বুধবার, ২২শে জানুয়ারী ২০২৫, ৯ই মাঘ ১৪৩১


প্রকাশিত সংবাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী মাছুম


১০ জানুয়ারী ২০২৫ ২১:১৬

আপডেট:
২২ জানুয়ারী ২০২৫ ০১:১৩

গোলাম মাছুম ও তার সরকারি গেজেটেড কর্মকর্তা সন্তানদের জড়িয়ে মিথ্যা ও বানোয়াট সংবাদ ও মানববন্ধন এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী গোলাম মাছুম ও এলাকাবাসী। বৃহস্পতিবার সন্ধ্যায় নকলা প্রেস ক্লাব কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগী গোলাম মাছুম বলেন, শেরপুরের নকলার জানকীপুর উত্তরপাড়া মীরবাড়ী জামে মসজিদ কমিটির লোকজন ও কিছু প্রভাবশালী ব্যক্তি ভুয়া ও মিথ্যা মানববন্ধন করে আমাকে ও আমার সন্তানদের জড়িয়ে সামাজিক ভাবে হেয় করার জন্য বিভিন্ন সংবাদ প্রকাশ করে যা সম্পূর্ণ মিথ্যা। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের নিকট সুষ্ঠ বিচার দাবি করছি।

জানকিপুর উত্তরপাড়া মীরবাড়ি জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম (অবসরপ্রাপ্ত সেনাসদস্য), রাকিবুল ইসলাম রাকিব ও মানিক গং আমার পৈত্রিক সম্পত্তির পাশে কিছু জমি ক্রয় করে যার দাগ আলাদা। কিন্তু আমার পৈত্রিক সম্পত্তির ভিতরে থাকা একটি বেলজিয়াম গাছ যার আনুমানিক বেড় ১৪ ফুট, ৮টি মেহগনি গাছ, ১২টি সুপারি গাছ ও বাঁশের ঝাড় কেটে নিয়ে যায়। পুলিশে খবর দিলে বড় বড় পাঁচটি ডুম সুজ করে কয়েকজন মাতাম্বরের হাওলায় রেখে যায়। এখন আমি দিশেহারা বৃদ্ধ বয়সে এসেও নিজের বাবার রেখে যাওয়া সম্পদ ও নিজের লাগানো গাছ ফিরে পাচ্ছি না, আপনাদের লেখনীর মাধ্যমে এর সুষ্ঠ বিচার দাবি করছি এবং মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি।

স্থানীয় একজন বিএনপি নেতা নাম প্রকাশে অনিচ্ছুক তিনি বলেন, গোলাম মাছুম বিএনপির লোক এবং বেশ পুরানো কর্মী। আমাদের তাকে হেয় প্রতিপন্ন করার জন্য আওয়ামী লীগের দোসর ও কিছু বিএনপির লোক উঠে পরে লেগেছে যা দুঃখ জনক!

এসময় সাবেক মেম্বার আরফান আলী, আলহাজ্ব শহিদুল্লাহ, মজনু সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।
নকলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।