হালুয়াঘাট সাধারণ পাঠাগার এর নব-নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ

হালুয়াঘাট সাধারণ পাঠাগারের কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ১৭ ডিসেম্বর, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় পাঠাগারের কমন রুমে অনুষ্ঠিত হয়।
শাশ্বত বাংলার ঐতিহ্য ও চিরায়ত সাংস্কৃতিক লালনপালন, মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখার প্রয়াসে ১৯৭০ সালে গঠিত হয়েছিল হালুয়াঘাট সাধারণ পাঠাগার।
বক্তারা বলেন, যে লক্ষ্যকে সামনে রেখে গঠিত হয়েছিল পাঠাগার, মাঝে তার কিছুটা সুনাম ম্লান হয়েছে। এই পাঠাগারে প্রথম টেলিভিশন ছিল যা দেখতে শতাধিক সদস্য উপস্থিত হত। পাঠাগারের সদস্যদের মাঝে বই পড়ার প্রতিযোগিতা হত। এমন হত একটি বই পেতে কয়েক সপ্তাহ আগে থেকে যোগাযোগ করতে হত। বই পড়া, নিয়মিত পত্রিকা পড়া ও খেলাধুলায় সারাদিন মুখরিত থাকত চত্বর। এর অনেকটাই ভাটা পড়েছে এর জন্য বক্তারা দায়ী করেন মোবাইল এবং কমিটির অ-ব্যস্হাপনাকে। পাঠাগারটিকে পুনরায় তার ঐতিহ্যে ফিরিয়ে আনতে নব- নির্বাচিত কমিটির কাছে অনুরোধ করেন তারা। তারপরও বর্তমানে এই প্রতিষ্ঠানটি সারা বাংলাদেশ ৭ম স্হান অধিকার করেছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন খালেদুর রহমান আকন্দ। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল হামিদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবতোষ সরকার, সভাপতি পুজা উদযাপন কমিটি, সুভাষ সাহা, সাধারণ সম্পাদক পুজা উদযাপন কমিটি, নির্বাচনী কর্মকর্তা আনোয়ারুল হক, প্রেস ক্লাব সভাপতি হাতেম আলী, নির্বাচনী কর্মকর্তা সঞ্জয় সরকার ও আনিসুজ্জামান, মশিউর রহমান, মনিরুজ্জামান স্বাধীন, অধ্যাপক আবু তালেব, সিনিয়র শিক্ষক আক্কাছ আলী, নব নির্বাচিত সভাপতি মজিবুর রহমান।
আলোচনা সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ফেরদৌস আলম। পরে নব-নির্বাচিত সভাপতি মুজিবর রহমান ও সাধারণ সম্পাদক আলিমূল ইসলামসহ ১২ সদস্য কার্যকরী পরিষদ এর শপথ বাক্য পাঠ ও ফুলেল শুভেচ্ছা জানান প্রধান নির্বাচনী কর্মকর্তা আনোয়ারুল হক।
উল্লেখ্য ৬ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে যারা নির্বাচিত হন- সভাপতি মুজিবর রহমান, সহ সভাপতি সুপ্রজিৎ সরকার খোকন, অন্জন সরকার, সাধারণ সম্পাদক আলিমূল ইসলাম, সহ সম্পাদক সোহেল আজাদ, পাঠাগার সম্পাদক মোঃ রবিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শাহাবুদ্দীন রতন, ক্রীড়া সম্পাদক আকিকুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক নূরুজ্জামান হেলাল, সদস্য নাইম আহমদ, মেহেদী হাসান দুলাল, মহিলা সদস্য হোসনে আরা নিলু।