ঢাকা বৃহঃস্পতিবার, ১৪ই আগস্ট ২০২৫, ৩১শে শ্রাবণ ১৪৩২


বাগদান সারলেন শচীনপুত্র অর্জুন টেন্ডুলকার


প্রকাশিত:
১৪ আগস্ট ২০২৫ ১৪:২০

ছবি : সংগৃহীত

জীবনের নতুন ইনিংসে পা রাখলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার। মুম্বাইয়ের পরিচিত ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি সানিয়া চন্দোকের সঙ্গে ঘরোয়া আয়োজনে সম্পন্ন করেছেন বাগদানের আনুষ্ঠানিকতা।

গতকাল বুধবার অনুষ্ঠিত হওয়া এই বাগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠ স্বজন ও কাছের কিছু বন্ধু।

সানিয়ার পরিবার মুম্বাইয়ের হোটেল ও খাদ্য শিল্পে সুপরিচিত। ইন্টারকন্টিনেন্টাল হোটেল এবং জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড ‘ব্রুকলিন ক্রিমারি’-এর মালিক ঘাই পরিবার। সেই পরিবারেই এবার জামাই হলেন ২৫ বছর বয়সী অর্জুন।

বাঁহাতি পেসার হিসেবে পেশাদার ক্রিকেট খেলছেন অর্জুন। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে প্রতিনিধিত্ব করেছেন, আর ঘরোয়া ক্রিকেটে খেলেন গোয়ার হয়ে। ইতিমধ্যে ১৭টি প্রথম শ্রেণির এবং ১৮টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে। ব্যাট হাতেও তিনি বেশ কার্যকর।

অন্যদিকে সানিয়া নিজেও একজন উদ্যোক্তা। পারিবারিক ব্যবসার পাশাপাশি পরিচালনা করছেন নিজের একাধিক প্রতিষ্ঠান। অত্যন্ত সাধারণ জীবনযাপন পছন্দ করেন তিনি এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও কম সক্রিয়।

দুই পরিবারের সম্মতিতেই এই সম্পর্ককে পরিণয়ে রূপ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গেছে, বেশ কিছুদিন ধরেই সম্পর্কে ছিলেন অর্জুন ও সানিয়া।

টেন্ডুলকার পরিবারের অন্য সদস্যদের মধ্যে শচীন কন্যা সারা টেন্ডুলকার মাঝেমধ্যেই থাকেন গুঞ্জনের কেন্দ্রে। বিশেষ করে একসময় ক্রিকেটার শুভমন গিলের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা আলোচনা হয়েছিল। যদিও সেসব নিয়ে কেউ আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি।

অর্জুন টেন্ডুলকার বরাবরই ছিলেন এসব আলোচনার বাইরে। তবে এবার চমক এনে দিলেন তিনি নিজেই—শুরু করলেন জীবনের নতুন ইনিংস।