ঢাকা মঙ্গলবার, ২৮শে অক্টোবর ২০২৫, ১৪ই কার্তিক ১৪৩২


বিতর্কিত কিছু বলে ম্যাচ ফি হারাতে চান না বুমরাহ


প্রকাশিত:
১২ জুলাই ২০২৫ ১৫:৩৪

জাসপ্রীত বুমরাহ। ছবি : সংগৃহীত

লর্ডসের ঐতিহাসিক মাঠে তৃতীয় টেস্টে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপকে ছারখার করে দিলেন ভারতের পেস তারকা জাসপ্রীত বুমরাহ।

গতকাল শুক্রবার (১১ জুলাই) ম্যাচের দ্বিতীয় দিনে বুমরাহ তুলে নিয়েছেন তার টেস্ট ক্যারিয়ারের ১৫তম পাঁচ উইকেটের মাইলফলক। বিশ্ব টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা এই পেসার হ্যারি ব্রুক, সেঞ্চুরিয়ান জো রুট, অধিনায়ক বেন স্টোকস, গোল্ডেন ডাকের শিকার ক্রিস ওকস এবং জোফরা আর্চারকে ফিরিয়ে দেন।

তবে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি দ্বিতীয় দিনের সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল বলের মান নিয়ে বিতর্ক। ভারতের হাতে তোলা দ্বিতীয় নতুন ডিউকস বল মাত্র ৬৩টি বৈধ বলের পরেই আকার হারিয়ে ফেলে, যার কারণে সেটি পরিবর্তন করতে হয়। কিন্তু মজার ব্যাপার, পরিবর্তিত বলটিও মাত্র ৪৮টি বলের পরই আকার হারিয়ে আবারও বদলাতে হয়।

মাঠে এই নিয়ে ক্ষুব্ধ দেখা যায় শুভমান গিলকে। অন-ফিল্ড আম্পায়ার পল রাইফেল এবং শরফুদ্দৌলার সঙ্গে বেশ উত্তেজিতভাবে কথা বলতেও দেখা যায় তাকে।

বিষয়টি নিয়ে মন্তব্য করতে গিয়ে বুমরাহ কৌশলগতভাবে মন্তব্য দেন, ‘বিতর্কিত কিছু বলতে চাই না। ম্যাচ ফি হারাতে চাই না।’

অবশ্য বুমরাহর স্পেল ইংল্যান্ডের ব্যাটসম্যানদের জন্য যেন দুঃস্বপ্নের মতো। বিদেশের মাটিতে সবচেয়ে বেশি পাঁচ উইকেট শিকার করার রেকর্ডটিও এখন বুমরাহর দখলে (১৩ বার), যা আগের কোনো ভারতীয় বোলারের নেই।

বল বিতর্কের মাঝেও বুমরাহর এই দুর্দান্ত পারফরম্যান্স ভারতকে মাচে দৃঢ় অবস্থানে নিয়ে এসেছে। শেষ পর্যন্ত মাঠের বাইরের বিতর্কের চেয়ে তার হাতের জাদুই যেন আলোচনার কেন্দ্রবিন্দুতে।