লঙ্কানদের বিপক্ষে আজ জয়ের কোন বিকল্প নেই মিরাজদের

শ্রীলঙ্কার মাটিতে টেস্টে বাজেভাবে হারের পর নতুন উদ্যমে ওয়ানডে সিরিজ শুরু করতে চেয়েছিল বাংলাদেশ দল। কিন্তু মেহেদী হাসান মিরাজদের সেই চাওয়া পূরণ হয়নি। প্রথম ওয়ানডেতে পরাজয়ের ফলে ওয়ানডেতে টানা হারের সংখ্যা এখন সাত ম্যাচে গিয়ে ঠেকেছে।
সিরিজ বাঁচাতে হলে আজ দ্বিতীয় ওয়ানডে ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের সামনে। তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে হঠাৎ করেই ব্যক্তিগত কারণে লন্ডনের উদ্দেশে দেশ ছেড়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। তার অনুপস্থিতিতে আজ প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।
যাত্রার আগে অবশ্য সিমন্স দলের প্রতি বার্তা দিয়ে গেছেন ‘থিতু ব্যাটাররা যেন হুট করে আউট না হয়ে যায়, ইনিংস বড় করতেই হবে’। এই বার্তার কথা সংবাদ সম্মেলনে জানিয়েছেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম।
তার ভাষায়, ‘প্রথম ম্যাচ হেরে আমরা লম্বা একটা টিম মিটিং করেছি। সেখানে কোচ বলেছেন, যারা থিতু হবে, তাদের বড় ইনিংস খেলতেই হবে।’ এর কারণও স্পষ্ট। প্রথম ওয়ানডেতে মাত্র ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে এক অভাবনীয় ব্যাটিং বিপর্যয়ের শিকার হয়েছিল বাংলাদেশ। এমন ভঙ্গুর ব্যাটিং লাইনআপের বিপক্ষে শ্রীলঙ্কার হাসারাঙ্গা ও কামিন্দু মেন্ডিসের মতো বিশ্বমানের স্পিনাররা যে বড় চ্যালেঞ্জ হয়ে উঠবেন, তা বলাই বাহুল্য।
অন্যদিকে, আজকের ম্যাচের আগে দলে অনিশ্চয়তা তৈরি হয়েছে লিটন দাসকে ঘিরে। সর্বশেষ ৮ ওয়ানডেতে তার ইনিংস ৬, ১*, ০, ০, ২, ৪, ০ ও ০। এমন বাজে ফর্মের পাশাপাশি গতকালের অনুশীলনেও দেখা যায়নি তাকে।
ধারণা করা হচ্ছে, মানসিক চাপ থেকেই হোটেল রুমে বিশ্রামে ছিলেন লিটন। ফলে আজকের একাদশে তাকে দেখা যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এদিকে, প্রথম ম্যাচে জ্বরে আক্রান্ত হয়ে খেলা হয়নি তরুণ লেগস্পিনার রিশাদ হোসেনের। তবে তিনি সুস্থ হয়ে উঠেছেন, আজ একাদশে তার ফেরার সম্ভাবনা বেশ জোরালো।
বাংলাদেশ দল যখন চাপে, তখন পুরোপুরি স্বস্তির জায়গায় শ্রীলঙ্কা। তবে প্রতিপক্ষকে হালকাভাবে নিতে নারাজ স্বাগতিকরা। দলের কোচ সনাৎ জয়াসুরিয়া বলেছেন, ‘প্রথম ম্যাচে আমরা বাংলাদেশকে চাপ দিয়েছিলাম, যা ফল দিয়েছে। আজও আমরা আমাদের সেরাটা দিয়েই খেলতে চাই।’
প্রেমাদাসা স্টেডিয়ামে আজকের ম্যাচ তাই দু’দলের জন্যই ভিন্ন ভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ, বাংলাদেশের জন্য টিকে থাকার লড়াই, শ্রীলঙ্কার জন্য সিরিজ নিশ্চিত করার সুযোগ।