ঢাকা মঙ্গলবার, ১লা জুলাই ২০২৫, ১৮ই আষাঢ় ১৪৩২


বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ

ইনিংস হারের লজ্জা পেল বাংলাদেশ


প্রকাশিত:
২৮ জুন ২০২৫ ১১:৩৩

ইনিংস ব্যবধানের পরাজয়ে সিরিজ হারল বাংলাদেশ

তৃতীয় দিনের শেষভাগে ৬ উইকেট হারিয়ে আগেই চোখ রাঙাচ্ছিল ইনিংস পরাজয়। কলম্বোতে চতুর্থ দিনে প্রথম সেশনের প্রথম ঘণ্টাতেই গুটিয়ে গেল বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে ১৩৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ইনিংস ও ৭৮ রানের জয়ে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতল শ্রীলংকা।

৬ উইকেটে ১১৫ রানে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। দিনের দ্বিতীয় ওভারের ৫ম বলেই আউট হন লিটস দাস। প্রবথ জয়াসুরিয়ার বলে কুশল মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ১৪ রান করা লিটন।

গতদিন অপরাজিত থাকা নাঈমও বেশিক্ষণ টিকতে পারেননি। জয়াসুরিয়ার বলে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েছেন নাঈম, প্যাভিলিয়নে ফেরেন ৫ রানে।

জয়াসুরিয়া আজ নিজের তৃতীয় ও ইনিংসের ৫ম উইকেট পান তাইজুলকে ফিরিয়ে। ৬ রান করা তাইজুল ফিরেছেন জয়াসুরিয়ার হাতে ক্যাচ দিয়ে।

বাংলাদেশের ইনিংসের ইতি টানেন রত্নায়েকে। এবাদতকে ৬ রানে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে সাজঘরে ফেরান তিনি। শেষ পর্যন্ত বাংলাদেশ অলআউট হয় ১৩৩ রানে।

ইনিংস ব্যবধানে ম্যাচ জিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ তে জিতে নিল শ্রীলংকা।