ক্লাব বিশ্বকাপে খেলবেন ক্রিস্তিয়ানো রোনালদো?

ক্লাব বিশ্বকাপে খেলবেন ক্রিস্তিয়ানো রোনালদো? মার্কার খবরে তেমন কিছুরই আভাস। স্পেনের ক্রীড়া দৈনিকটি বলছে, ব্রাজিলিয়ান একটি ক্লাব থেকে আকর্ষণীয় প্রস্তাব পেয়েছেন পর্তুগিজ তারকা। কোন ক্লাব, সেটি অবশ্য নিশ্চিত নয়। তবে ক্লাব বিশ্বকাপে জায়গা করে নেওয়া ব্রাজিলিয়ান ক্লাব বতাফোগের কোচ হেনাতো পাইভা বলছেন, রোনালদোর মতো একজনকে দলে পাওয়ার সুযোগ মিললে লুফে নেবেন তারা।
সৌদি আরবের ক্লাব আল নাস্রের সঙ্গে রোনালদোর চুক্তির মেয়াদ শেষ আগামী ৩০ জুন। এই ক্লাবে তার নতুন চুক্তি নিয়ে সুনির্দিষ্ট কিছু এখনও জানা যায়নি। তাকে নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। তবে কোনোটিই খুব জোরাল নয়।
এর মধ্যেই নতুন আলোচনার খোরাক জোগাচ্ছে মার্কার প্রতিবেদন। নতুন আঙ্গিকে বড় পরিসরে ৩২ দলের ক্লাব বিশ্বকাপে ব্রাজিলের চার দলের একটি বতাফোগো। যুক্তরাষ্ট্রে আগামী ১৪ জুন থেকে ১৩ জুলাই যুক্তরাষ্ট্রে হবে ক্লাব ফুটবলের এই বৈশ্বিক আসর।
ব্রাজিলের কোন দল থেকে রোনালদোকে লোভনীয় ওই প্রস্তাব দেওয়া হয়েছে, সেটি নিশ্চিত নয়। তবে বতাফোগোর কোচকে যখন প্রশ্ন করা হলো, তিনি চওড়া হাসিতে স্বাগত জানিয়ে রাখলেন ৪০ বছর বয়সী তারকাকে।
“ক্রিসমাস তো ডিসেম্বরে… তবে সে (রোনালদো) যদি আসে, তার মতো একজন তারকাকে ‘না’ বলার প্রশ্নই আসে না। যদিও আমি কিছুই জানি না, স্রেফ প্রশ্নটির উত্তর দিচ্ছি। তবে যেটা বললাম, কোচরা সবসময় চায় সেরাকেই।”
“এমনকি এই বয়সেও রোনালদো একটি গোল-স্কোরিং মেশিন। যে দল সুযোগের পর সুযোগ তৈরি করে, সেখানে সে দারুণ কার্যকর হবে।”
পাঁচবারের ব্যালন দ’র বিজয়ী এই মহাতারকা চলতি মৌসুমে আল নাস্রের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৯ ম্যাচে করেছেন ৩৩ গোল। তবে এই মৌসুমেই কোনো ট্রফি পায়নি তার ক্লাব। আগামী মৌসুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট পর্বেও খেলতে পারবে না ক্লাবটি।