ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


এখনই ‘চ্যাম্পিয়ন নয়’ বার্সেলোনা


১২ মে ২০২৫ ১২:৪৫

আপডেট:
১২ মে ২০২৫ ১৫:৩৯

হান্সি ফ্লিকের এই আনন্দ ম্যাচ জয়ের, শিরোপা জয়ের উৎসব আপাতত তুলে রাখতে চান তিনি। ছবি: রয়টার্স।

রিয়াল মাদ্রিদকে হারানোর পর বার্সেলোনার শিরোপা জয়কে এখন বলা যায় কেবল আনুষ্ঠানিকতার ব্যাপার, তবে এখনও সতর্ক কোচ হান্সি ফ্লিক।

শিরোপা পুনরুদ্ধারের পথে শেষ বাধাটি দূর হয়েছে বলেই ধরে নেওয়া যায়। রিয়াল মাদ্রিদকে হারানোর পর ট্রফিতে হাত রেখেই ফেলেছে বার্সেলোনা। এখন কেবল তা উঁচিয়ে ধরার ব্যাপার। তবু ভীষণ সাবধানী কোচ হান্সি ফ্লিক। বার্সেলোনা কোচ মনে করিয়ে দিলেন, ফুটবল খেলায় শেষের আগে শেষ বলে কিছু নেই।

রিয়াল মাদ্রিদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে থেকে ক্লাসিকোয় নেমেছিল বার্সেলোনা। ঘরের মাঠে রোববার ৪-৩ গোলের জয়ে কাতালানরা এখন এগিয়ে সাত পয়েন্টে।

লিগের বাকি আছে আর তিন ম্যাচ। শিরোপা নিশ্চিত করতে বার্সেলোনার প্রয়োজন স্রেফ দুই পয়েন্ট। এমনকি পরের ম্যাচে বৃহস্পতিবার মাঠে নামার আগেই ফ্লিকের দল চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে, যদি বুধবার রেয়াল মায়োর্কার কাছে হেরে যায় রেয়াল মাদ্রিদ।

কোপা দেল রে জয়ের পর আরেকটি শিরোপার সুবাস পেয়ে দারুণ রোমাঞ্চিত ফ্লিক। তবে রিয়ালকে হারানোর পর সংবাদ সম্মেলনে বার্সেলোনা কোচ বললেন, এখনই শিরোপার উচ্ছ্বাস করতে চান না।

“এখনও নিজেদেরকে চ্যাম্পিয়ন মনে করছি না আমি এবং আমার বিশ্বাস, ফুটবলাররা ও গোটা দলও এভাবেই ভাবছে। লা লিগা ও কোপা দেল রের ডাবল জিততে পারা দারুণ হবে এবং হ্যাঁ, আর একটি জয় পেলেই কাজ হয়ে যাবে। তার পরও, এটা ফুটবল, নিশ্চিত বলে কিছু নেই।”

“অবশ্যই আমরা ভালো অবস্থানে আছি, তবে কেউ জানে না কী হতে পারে। তিনটি ম্যাচ আছে আমাদের সামনে এবং সব প্রতিপক্ষই আমাদের হারাতে চায়। কাজেই মনোযোগ ধরে রাখতে হবে আমাদের।”

রিয়াল বিপক্ষে ১৫ মিনিটের মধ্যে দুই গোলে পিছিয়ে পড়লেও প্রথমার্ধেই চার গোল করে জবাব দেয় বার্সেলোনা। পরে আরেকটি গোল হজম করলেও শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয় ৪-৩ ব্যবধানে। এই মৌসুমে তারা এভাবে পেছন থেকে ঘুরে দাঁড়িয়েছে অনেকবারই। দলের এমন হার না মানা মানসিকতা দারুণ তৃপ্তি দিচ্ছে কোচকে।

“২-০তে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানো সহজ নয়। তবে এই দলের মানসিকতা অবিশ্বাস্য। যেভাবে তারা ফিরে আসে, বিরামহীম আক্রমণ চালিয়ে যেতে চায়… মাঠে ওদেরকে দেখাটাই দারুণ ব্যাপার।”

এই মৌসুমে মোট সাতবার ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়াল বার্সেলোনা। আক্রমণের পসরা সাজিয়ে যেভাবে ম্যাচের পর ম্যাচ মুগ্ধ ছড়িয়েছে তারা, কোচকে প্রশ্ন করা হলো, তার দলই এখন ইউরোপের সবচেয়ে বিনোদনদায়ী ফুটবল খেলে কি না। ফ্লিক উত্তর ছেড়ে দিলেন দর্শকদের হাতে।

“সেই উত্তর আপনারা দিতে পারবেন। আমার কাছে কাজটা সবসময় মজার নয়। কখনও কখনও অনেক ভুগতে হয়। এই মুহূর্তে য করছি আমরা, তাতে আমি খুশি। তবে ফুটবল খেলায় ভুল হয়ই। আশা করি, এখানে আমরা উন্নতি করতে পারব এবং আরও কম ভুল করব।”

ভুলের সেই আলোচনায় এলো রক্ষণভাগের প্রসঙ্গ। চলতি লিগে ৩৫ ম্যাচে ৯৫ গোল করেছে বার্সেলোনা, দুইয়ে থাকা রেয়াল মাদ্রিদের চেয়ে ২৩ গোল বেশি! কিন্তু ফ্লিকের দল গোল হজম করেছে ৩৫টি। এখানেই আগামী মৌসুম থেকে উন্নতি দেখতে চান কোচ।

“এখনও অনেক উন্নতির জায়গা আছে, বিশেষ করে রক্ষণে। আগের চেয়ে এখনও যদিও অবস্থা ভালো, আরও থিতু হয়েছি আমরা। তবে ব্যাপারটি শুধু আমাদের রক্ষণের চারজনেরই নয়, যখন আমরা কোনো ভুল করি, তা কাজে লাগানোর মতো দুর্দান্ত আক্রমণভাগ আছে রেয়ালের। তারা মাঠে বিচরণ করে ভালো এবং আমাদের সেন্টারব্যাকদের পেছনের জায়গা কাজে লাগায়।”

“ভুল করে ফেললে রক্ষণ সামলানো সহজ নয়। এখানেই আমাদের শিখতে হবে, আরও ভালোভাবে রক্ষণ সামলাতে হবে। তবে সত্যি বলতে, তিন দিন পরপরই ম্যাচ, অনুশীলনও তাই খুব কঠিন। আপাতত আমরা এই জয় উপভোগ করব, উন্নতির ব্যাপারটি পরের মৌসুমের জন্য। এই ক্লাব, সমর্থকদের জন্য আমি খুশি। এখানকার আবহ অসাধারণ।”