ঢাকা মঙ্গলবার, ১৯শে আগস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র ১৪৩২


৪০৪ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ, লিড ১৭৭


প্রকাশিত:
৩০ এপ্রিল ২০২৫ ১২:৪০

ছবি : সংগৃহীত

৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয়দিন শুরু করেছিল বাংলাদেশ। সেখান থেকে ৮ উইকেট হারিয়ে ৪০৪ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেল বাংলাদেশ দল। সংগ্রহ চারশ পার করার সাথে লিড বাড়িয়ে নিয়েছে দেশড়র ওপারে। বাংলাদেশের লিড এখন ১৭৭ রানের। মেহেদী হাসান মিরাজ ৭৬ ও তানজিম হাসান সাকিব ২৯ রানে ক্রিজে আছেন। মধ্যাহ্ন বিরতি চলছে।

তানজিম সাকিবকে নিয়ে রানের চাকা সচল রেখেছেন মিরাজ। ১১৩তম ওভারে চারশ’তে পৌঁছেছে। ১১৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৪০৪ রান। লিড ১৭৭ রাঙের। মিরাজ ৭৬ এবং সাকিব তানজিম সাকিব ২৯ রানে ব্যাট করছেন।

বৃষ্টি থামার পর মিরাজ-তাইজুলে দ্রতই বাড়তে থাকে রান। তবে দুজনের ৬৩ রানের জুটি ভাঙে তাইজুলের বিদায়ে। ভিনসেন্ট মাসেকেসার বলে ড্রেসিং রুমে ফিরে গেলেন বাঁহাতি ব্যাটসম্যান। ৪৫ বলে ২০ রান করে আউট হন তাইজুল। ক্রিজে নতুন ব্যাটসম্যান অভিষিক্ত তানজিম হাসান। ৬৩ বলে ৪৩ রানে অপরাজিত মেহেদী হাসান মিরাজ। ৯৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৩৪২ রান। লিড এখন ১১৫ রানের।

বৃষ্টি থেমে আবার শুরু হয়েছে খেলা। ৯১ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ৩০৬। স্বাগতিকদের লিড এখন ৭৯। ২৩ রানে খেলছেন মেহেদী হাসান মিরাজ। তাইজুলের রান ১২।

৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয়দিন শুরু করেছিল বাংলাদেশ। মুজারাবানির ওভারে তাইজুলের বাউন্ডারিতে তিন’শ রানে পৌঁছে গেল বাংলাদেশ। এর দুই বল পর খেলা বন্ধ হয়ে গেল বৃষ্টির বাগড়ায়। ৮৯.৪ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ৩০৩। স্বাগতিকদের লিড এখন ৭৬। ৪৪ বলে দুই চারে ২১ রানে খেলছেন মেহেদী হাসান মিরাজ। ২১ বলে দুই চারে তাইজুলের রান ১১।