ঢাকা শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ৩০শে চৈত্র ১৪৩১


ইয়ং টাইগার্স অ-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫


২৪ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩৭

আপডেট:
১২ এপ্রিল ২০২৫ ০৬:৩৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ইয়ং টাইগার্স অ-১৬ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) নড়াইল জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় নড়াইল জেলা স্টেডিয়ামে সাতক্ষীরা জেলা দল বনাম যশোর জেলা দলের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়।

খেলায় যশোর জেলা দল টসে জিতে ব্যাট করতে নেমে ৪০.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৬২ রান করে। এতে সাতক্ষীরা জেলা দলের তামিম ৫টি উইকেট সংগ্রহ করেন। জবাবে সাতক্ষীরা জেলা দল ব্যাট করতে নেমে ৯ ওভারে ২টি উইকেট হারিয়ে ৬৫ রান করে। ফলে সাতক্ষীরা জেলা ৮ উইকেটে জয়লাভ করে ফাইনালে উত্তীর্ণ হয়।

আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সাতক্ষীরা জেলা দল সাতক্ষীরাবাসীর দোয়াপ্রার্থী। সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব মোঃ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।