ঢাকা শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ৩০শে চৈত্র ১৪৩১


কামারখন্দে নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত


১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০১

আপডেট:
১২ এপ্রিল ২০২৫ ০৬:৩১

সিরাজগঞ্জের কামারখন্দে কাজীপুরা স্কুল মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তলন ও আতসবাজি ফাটিয়ে আরাফাত রহমান কোকোর স্মরণে নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় ১৮ই ফেব্রুয়ারী ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কার সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪নং রায়দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং রায়দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মধু, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) সিরাজগঞ্জ জেলা সহ সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি শাখার আহবায়ক সাংবাদিক রেজাউল করিম, সিরাজগঞ্জ জেলা ছাত্রদল মোঃ শাহাবুদ্দিন, বেলকুচি থানা শ্রমিক দলের নেতা মোঃ মনিরুজ্জামান পলাশ, ৪নং রায়দৌলতপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোঃ জামাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রাজু সরকার, ৬নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি হাসমত আলী সেখ, ৪নং রায়দৌলতপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হাফিজুল সরকার সহ কাজীপুরা গ্রামের ময়মুরুব্বি বিশিষ্ট সমাজ সেবক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত খেলায় ইঞ্জিনিয়ার আবু মুছা ক্রিকেট ক্লাব কে পরাজিত করে ডাঃ আলমগীর ক্রিকেট ক্লাব বিজয় অর্জন করে পরে তাদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। খেলা শেষে সাংস্কৃতিক গানের আয়োজন করা হয়।