চলছে ‘শাহবাগ ব্লকেড’, বিকেলে গণজমায়েত

আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে শনিবার (১০ মে) চলছে ‘শাহবাগ ব্লকেড’। এদিকে হাসনাত আব্দুল্লাহর পূর্ব ঘোষণা অনুযায়ী বিকেল তিনটায় হবে গণজমায়েত।
শনিবার (১০ মে) রাজধানীর শাহবাগে বন্ধ রয়েছে শাহবাগ মোড়ের চারিদিকের রাস্তা। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহনগুলোকে যাতায়াতের সুযোগ করে দেওয়া হচ্ছে। শুক্রবার (৯ মে) রাতেও শাহবাগে অবস্থান করেন আন্দোলনকারীরা। সেখানে তারা বিভিন্ন স্লোগান দেন।
এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শুক্রবার (৯ মে) রাত চারটার দিকে নিজের ফেসবুক পেজে এক পোস্টে শাহবাগ ছাড়া ঢাকা বা সারা দেশের মহাসড়কে ব্লকেড না দিতে আহ্বান জানান। এ পোস্টে তিনি লেখেন, ‘ঢাকার শাহবাগ ছাড়া ঢাকা বা সারাদেশের হাইওয়েগুলোতে ব্লকেড দিবেন না। জেলাগুলোতে স্বতঃস্ফূর্ত জমায়েত করুন, সমাবেশ করুন। কিন্তু ব্লকেড না। ব্লকেড খুলে দিন।’ এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তার এ পোস্ট শেয়ার করেন।
হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট।
আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে যমুনার সামনে রাতভর অবস্থান এবং মিন্টো রোডের মোড়ে মঞ্চ তৈরি করে বিক্ষোভের পর শুক্রবার (৯ মে) বিকেল থেকে শাহবাগ মোড় অবরোধ করেছেন জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীরা। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত তারা ‘শাহবাগ ব্লকেড’-এর ঘোষণা দিয়েছেন।
একই দাবিতে শনিবার (১০ মে) বেলা তিনটায় শাহবাগে গণজমায়েত কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। সারা দেশের জুলাই অভ্যুত্থানের স্থানগুলোতেও গণজমায়েত কর্মসূচি দেওয়া হয়েছে। এই আন্দোলনের উদ্যোক্তারা বলেছেন, শাহবাগ থেকে তাদের ‘দ্বিতীয় অভ্যুত্থান পর্ব’ শুরু হবে।
শুক্রবার (৯ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনটি দাবি উল্লেখ করে ফেসবুকে পোস্ট দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দাবিগুলো হলো আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে; আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে এবং জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে।
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ অনেকেই এমন পোস্ট দিয়েছেন।
নাহিদ ইসলাম আরেকটি পোস্টে লিখেছেন, শাহবাগের অবস্থান চলমান থাকবে। ঢাকা শহরের বিভিন্ন স্থানে ব্লকেড চালু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না এলে সারা দেশ আবারও ঢাকা শহরে মার্চ করবে।
উল্লেখ্য, রাজধানীর শাহাবাগ ছাড়াও রাজধানী ও সারাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন পয়েন্টে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বে চলছে আন্দোলন।