যুবলীগে বয়সসীমা নির্ধারণের দাবি তরুণদের

যুবক সংগঠন হলেও যুবলীগের নেতৃত্বে থাকা বেশিরভাগেরই বয়স ষাটের বেশি। সংগঠনের তরুণ কর্মীরা মনে করেন, বিশ্বের অন্যান্য যুব সংগঠনের সাথে সঙ্গতি রেখে যুবলীগেরও বয়সসীমা থাকা উচিত।
যুবক সংগঠন হলেও যুবলীগের নেতৃত্বে থাকা বেশিরভাগেরই বয়স ষাটের বেশি। সংগঠনের তরুণ কর্মীরা মনে করেন, বিশ্বের অন্যান্য যুব সংগঠনের সাথে সঙ্গতি রেখে যুবলীগেরও বয়সসীমা থাকা উচিত। তবে সংগঠনের বর্তমান নেতাদের কোথায় জায়গা হবে- এমন চিন্তায় দলটির জেষ্ঠ্য নেতারা।
বাংলাদেশের যুবনীতিতে ১৮ থেকে ৩৫ বছর বয়সীদের যুবক ধরা হয়। অথচ যুবলীগের ১৫১ জনের কেন্দ্রীয় কমিটিতে হাতেগোনা কয়েকজন ছাড়া বেশিরভাগেরই বয়স ৫০ এর বেশি; এমনকি ষাট পার হওয়া নেতাও আছেন বেশ ক;জন। কেননা যুবলীগের গঠনতন্ত্রে বয়সের কোন সীমারেখা নেই।
পাশের দেশ ভারতের কংগ্রেস ও বিজেপির যুব ইউনিট ভারতীয় যুব কংগ্রেস ও ভারতীয় জনতা যুব মোর্চার কর্মীদের বয়সসীমা ১৮ থেকে ৪০। মার্কিন যুক্তরাষ্ট্রেও একই বয়সসীমা। তবে কানাডায় ২৫ বছর ও যুক্তরাজ্যে ৩০ বছর বয়সীরাই যুবকর্মী হিসেবে বিবেচিত হন।
যুবলীগে বয়সের সীমারেখা টানতে হলে গঠনতন্ত্র সংশোধন করতে হবে। রবিবার আওয়ামী লীগ সভাপতির সঙ্গে বৈঠক করে এসব বিষয়ে সিদ্ধান্ত নেবে সংগঠনের সভাপতিমণ্ডলী। এ বিষয়ে যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন, 'রাজপথে লড়াই-আন্দোলন, রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া, যাদের এমন ধারাবাহিক ইতিহাস রয়েছে আজকে তারা যদি যুবলীগে না থাকে তবে তারা যাবে কোথায়। তাদের রাজনীতি করার একটা ক্ষেত্র যেন বিবেচনা করা হয়। সে বিষয়ে আমরা সর্নিবন্ধ অনুরোধ করবো নীতিনির্ধারনী মহলে।'
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলছেন, হুট করে বয়সের সীমারেখা টানলে তার বিরূপ প্রভাব পড়তে পারে দলে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান জানান, 'আকর্ষিক ভাবে বয়সসীমা ৩৫ বা ৪০ এর মধ্যে নিলে এটির একটা বিরুপ প্রতিক্রিয়া হতে পারে। সুতরাং সে ক্ষেত্রে ৪০ থেকে ৪৫ এর মধ্যে একটা টার্গেট রাখলে ভালো হয়।'
সম্প্রতি ক্যাসিনোকাণ্ডে যুবলীগ নেতাদের জড়িত থাকার ঘটনায় ক্ষুব্ধ ও ব্যাথিত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।