ঢাকা বুধবার, ৯ই জুলাই ২০২৫, ২৬শে আষাঢ় ১৪৩২


বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র আলোচনা আজ


প্রকাশিত:
৯ জুলাই ২০২৫ ১০:১৪

আজ বুধবার (৯ জুলাই) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হবে। বাংলাদেশের পক্ষে এ বৈঠকে নেতৃত্ব দেবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

এছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানও প্রতিনিধি দলের সদস্য হিসেবে উপস্থিত থাকবেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার (৮ জুলাই) তার ফেসবুক পোস্টে জানিয়েছেন, ঢাকা ওয়াশিংটনের সঙ্গে একটি বাণিজ্য চুক্তির দিকে তাকিয়ে আছে, যা উভয় দেশের জন্য সমান লাভজনক হবে বলে আমরা আশা করছি।

তিনি আরও উল্লেখ করেন, ইতিমধ্যে বাংলাদেশি প্রতিনিধি দল সেখানকার কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছে।

যুক্তরাষ্ট্রে অবস্থিত বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের আরোপিত বাড়তি শুল্ক কেবল শুল্কের বিষয় নয়, বরং এটি বাণিজ্যনীতির সঙ্গে জড়িত। তিনি বলেন, এই সমস্যার সমাধানের জন্য বাণিজ্যনীতি ও অন্যান্য বিষয়ে পরিবর্তন আনতে হবে। বাংলাদেশ ডব্লিউটিওর নিয়ম মেনে বিশ্ববাণিজ্য করে। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের সমাধান করতে হলে সংশ্লিষ্ট নীতিমালায়ও পরিবর্তন প্রয়োজন, যা সব দেশের জন্য প্রযোজ্য। আমরা গভীরভাবে বিবেচনা করে সমঝোতার চেষ্টা করছি। আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চলছে।

উল্লেখ্য, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ২০২৫ সালের ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। এটি বর্তমান শুল্কের অতিরিক্ত হিসেবে প্রযোজ্য হবে। এমনকি ট্রান্সশিপমেন্টের মাধ্যমেও পণ্য পাঠালে এই শুল্ক দিতে হবে।

ট্রাম্প এই সিদ্ধান্তের বিষয়টি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে চিঠির মাধ্যমে জানিয়েছেন।