৪৩ দিন পর নগর ভবনে প্রশাসক

টানা ৪৩ দিন পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসকের কার্যালয়ের তালা খুলে দেওয়া হয়েছে। এতে নগর ভবনের নিজ কার্যালয়ে যোগ দিয়েছেন ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া।
বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের শপথ পড়ানোর দাবিতে ১৪ মে আন্দোলনে নামেন তার সমর্থকরা। দাবি আদায়ে সেদিনই তারা নগর ভবনে বিভিন্ন দপ্তরের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। বৃহস্পতিবার দুপুর ১টার পর নগর ভবনে প্রশাসকের কার্যালয়ের তালা খুলে দেন আন্দোলনকারীরা।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কোষাধ্যক্ষ আবদুল কাইয়ুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ আমরা এবং বিএনপি নেতাকর্মীরা প্রশাসকের অফিসের তালা খুলে দিয়েছি। তিনি আজ থেকে এখানে অফিস করছেন।”
কর্মসূচি শিথিল করে গত রোববার নগর ভবনের বিভিন্ন দপ্তরের তালা খুলে দেন আন্দোলনকারীরা। সেদিন থেকে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাও অফিস করছেন। তবে প্রশাসক ও প্রকৌশল শাখার কয়েক কর্মকর্তার কার্যালয়ের তালা সেদিন খোলা হয়নি।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র হন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস।
ক্ষমতার পট পরিবর্তনের পর গেল ২৭ মার্চ ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাককে মেয়র ঘোষণা করে।
কিন্তু শপথ না পড়ানোয় ইশরাকের মেয়রের চেয়ারে বসা হয়নি। আন্দোলন করেও লাভ হয়নি। শেষমেশ ৩ জুন তিনি ঘোষণা দেন, সরকার শপথ না পড়ালে নিজেই শপথ নিয়ে মেয়রের চেয়ারে বসবেন। ইদুল আজহা সামনে রেখে সেদিন নগর ভবন ঘেরাও ও অবস্থান কর্মসূচি শিথিল করার ঘোষণাও দেন ইশরাক।
কোরবানির ঈদের ছুটির পর ‘নিজেই নিজের শপথ’ না নিলেও নগর ভবনে কর্মচারীদের নিয়ে সভা করেন ইশরাক। সভার ব্যানারে তার নামের আগে লেখা ছিল ‘মাননীয় মেয়র’। এরপর গত ১৮ জুন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, মেয়াদ ‘শেষ হয়ে যাওয়ায়’ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের আর শপথ নেওয়ার সুযোগ নেই।