ঢাকা সোমবার, ১৩ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১


বাঁধনের একুশ বছর পূর্তি উদযাপিত


২৫ অক্টোবর ২০১৮ ১৬:০৪

আপডেট:
১৩ মে ২০২৪ ০২:৪২

একের রক্ত অন্যের জীবন ,রক্তই হোক আত্মার বাঁধন এ স্লোগানকে বুকে ধারণ করে ২০২১ সালের মধ্যে বাংলাদেশের প্রত্যেক মানুষ নিজের রক্তের গ্রুপ জানবে এবং স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসবে এ লক্ষ্যে কাজ করছে ‘বাঁধন’| আনন্দঘন পরিবেশে ঢাবিতে আজ বুধবার বিকেলে বাঁধনের একুশ বছর পূর্তির অনুষ্ঠান পালিত হয়| বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বাঁধনের কর্মীরা| উক্ত অনুষ্ঠানে অংশগ্রহন করেন| অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান, সাথে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের অধ্যাপক এবং সাবেক চেয়ারম্যান ড.আব্দুর রশিদ, সলিমুল্লাহ মেডিকেল কলেজের বি.টি.সি. এর বিভাগীয় প্রধান ড. মুনশী মুহাম্মদ হাবিবুল্লাহ, বাঁধনের উপদেষ্টামন্ডলী এবং জোনাল পরিষদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় জোনের সভাপতি-সাধারণ সম্পাদক |

উদ্বোধনী সংক্ষিপ্ত বক্তৃতায় উপাচার্য ড.আখতারুজ্জামান বাঁধনের সকল কর্মী তাদের পরবর্তী পেশাগত জীবনে তাদের এ মানবিক মূল্যবোধকে ধরে রাখার আহ্বান জানান |এরপর তিঁনি কেক কেটে এবং বেলুন উড়ানোর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন |অতঃপর ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে বাঁধনের আঁতুড় ঘর ড.মুহাম্মদ শহীদুল্লাহ হলের সামনে গিয়ে শেষ হয়|

বাঁধন বর্তমানে ৮টি জোন(ঢাকা বিশ্ববিদ্যালয় জোন,বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় জোন,বাংলাদেশ কৃষি বিদ্যালয় জোন,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জোন,রাজশাহী বিশ্ববিদ্যালয় জোন,ঢাকা সিটি জোন,রংপুর জোন,রাজশাহী জোন ),১১৭ টি ইউনিট,১৬ টি পরিবার নিয়ে ৪৯ টি জেলায় ৬৭ টি শিক্ষাপ্রতিষ্ঠানে তাদের কার্যক্রম পরিচালনা করছে |বাঁধনের মাধ্যমে যে কেউ তার রক্তের প্রয়োজনে রিকুইজেশন পেপার দেখিয়ে বিনামূল্যে রক্ত সংগ্রহ করতে পারে |

বাঁধন একটি স্বেচ্ছাসেবী সংগঠন,যা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসা রোগীদের রক্তের জন্য হাহাকার দেখে তাদের বেদনায় ব্যথিত হয়ে ১৯৯৭ সালের ২৪ অক্টোবর ড.মুহাম্মদ শহীদুল্লাহ হলের আবাসিক শিক্ষার্থী শহিদুল ইসলাম রিপন,রাকিব আহমেদ সহ প্রায় ২৬ জনের কঠোর পরিশ্রমের ফলে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ লাভ করে|

উল্লেখ্য, বাঁধন ২০১৭ সালে মোট রক্তের গ্রুপ নির্ণয় করে১৭৪৫৮৩ জনের,বাঁধনের মাধ্যমে রক্ত দান করে ৫৯৮৯৫ ব্যাগ এর মধ্যে নতুন রক্তদাতা ছিলেন ১৯৬৮৯ জন |