বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫

বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে এক মাইলফলক তৈরি করেছে “বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫”। রবিবার ১৩ এপ্রিল ২০২৫ খ্রি: ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিং-এ এই সামিটের চমকপ্রদ সাফল্য তুলে ধরেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর মাননীয় নির্বাহী চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) জনাব চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
এ সময়ে তিনি জানান, ৭ থেকে ১০ এপ্রিল পর্যন্ত হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিত এই আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ৭১০ জন, যার মধ্যে ৫০টি দেশ থেকে আগত ৪১৫ জন বিদেশি প্রতিনিধি এবং ২৯৫ জন বাংলাদেশি প্রতিনিধি ছিলেন। চারদিনের এই আয়োজনে ব্রেকআউট সেশন, রাউন্ডটেবিল আলোচনা ও নানা কর্মসূচিতে অংশ নেন প্রায় ৩,৫০০ জন অংশগ্রহণকারী।
সামিটে মোট ১৩০ জন অভিজ্ঞ প্যানেলিস্ট অংশ নেন, যারা স্টার্টআপ কানেক্ট ও ব্রেকআউট সেশনের মাধ্যমে বিনিয়োগ সম্ভাবনা, নীতি সহায়তা এবং উদ্ভাবনী দৃষ্টিভঙ্গির উপর মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন। তিনি সামিটের পার্টনার—ইউরোপীয় ইউনিয়ন, ইউএনডিপি, সিটি এনএ, এইচএসবিসি, বিজিএমইএ, ডাচ দূতাবাস, লাইটক্যাসেল পার্টনার্স, ইনস্পিরা ম্যানেজমেন্ট কনসালটিং, সাজিদা ফাউন্ডেশন এবং ইবিএল-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহের প্রমাণ হিসেবে তিনি বলেন, “এই কয়দিন হোটেল ইন্টারকন্টিনেন্টালে করিডোর আলোচনায় অংশ নিতে বহু দেশি-বিদেশি বিনিয়োগকারী ভিড় করেছেন। এছাড়া অফিসিয়ালি অনুষ্ঠিত হয়েছে প্রায় ১৫০টি দ্বিপাক্ষিক বৈঠক।”
সামিটের উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধিদের অংশগ্রহণ নিয়েও তিনি আশাবাদ প্রকাশ করে বলেন —“বাণিজ্য উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টার স্পেশাল এনভয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ সরকারের শীর্ষ কর্মকর্তাদের সক্রিয় অংশগ্রহণ সামিটের গুরুত্বকে আরও দৃঢ় করেছে।”
তিনি উল্লেখ করেন এই ইনভেস্টমেন্ট সামিটে ইতোমধ্য ৩,১০০ কোটি টাকার দুইটি বড় বিনিয়োগ ঘোষণা করা হয়—Handa Industry এবং ShopUp-এর পক্ষ থেকে।
এছাড়াও স্বাক্ষরিত হয়েছে ৬টি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমঝোতা স্মারক (MoU), যা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবে। সেগুলো হলো:
১. NASA Artemis Accords-এ বাংলাদেশের যুক্ত হওয়া,
২. Pran ও H&M Group-এর Power Purchase Agreement (IFC অর্থায়নে),
৩. ILO, UNDP ও BIDA-এর মধ্যে দায়িত্বশীল বিনিয়োগ ও কর্মপরিবেশ উন্নয়ন সংক্রান্ত ত্রিপাক্ষিক চুক্তি,
৪. Solar Power Europe ও BSREA-এর মধ্যে নবায়নযোগ্য জ্বালানি সহযোগিতা,
৫. বাংলাদেশ-নেদারল্যান্ডস সিড পার্টনারশিপ (Seed Netherlands ও Bangladesh Seed Association),
৬. Dutch Greenhouse Delta ও ACI-এর মধ্যে Greenhouse Impact Clusters।
এসময়ে সামিটে সরকারের ব্যয়ের বিষয়ে তিনি জানান, পুরো সামিট আয়োজনে ব্যয় হয়েছে মাত্র ১ কোটি ৪৫ লাখ টাকা, যা অনুমোদিত বাজেটের তুলনায় ৪২% কম।
প্রেস ব্রিফিংয়ের শেষদিকে তিনি আন্তরিক ভাবে ধন্যবাদ জানান সামিটের ইভেন্ট পার্টনার Integrated Marketing Services Ltd., মার্কেটিং ও কমিউনিকেশনস পার্টনার High Voltage Ltd., এবং মূল ইভেন্ট পার্টনার World Bank, FICCI ও UNDP-কে, যাদের অবদান ছাড়া এই সফল আয়োজন সম্ভব হতো না।
তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান সামিটের প্রচার ও গণপ্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সকল সরকারি ও বেসরকারি মিডিয়া হাউজ, টেলিভিশন চ্যানেল, দৈনিক সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দকে। তাঁদের নিরলস প্রচেষ্টায় সামিটের বার্তা দেশ-বিদেশে ছড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে, যা বিনিয়োগকারীদের আগ্রহ এবং অংশগ্রহণ বৃদ্ধিতে মুখ্য ভূমিকা রেখেছে।