সংস্কৃতি সচিব মফিদুর রহমানের অপসারণ দাবি

সদ্য পদন্নোতিপ্রাপ্ত সংস্কৃতি সচিব মফিদুর রহমানকে যোগদান থেকে বিরত রাখার আহবান জানিয়েছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। সেইসঙ্গে আগামী ১৯ এপ্রিলের মধ্যে বিতর্কিত ও ফ্যাসিবাদের দোসর সকল কর্মকর্তাদের অপসারণের দাবিও জানান তারা।
শনিবার (১৩ এপ্রিল) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমানের কাছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের কার্যকরী সভাপতি এম এ খালেক ও সদস্য সচিব কাজী মেরাজ হোসেনের নেতৃত্বে প্রায় শতাধিক কর্মকর্তা উপস্থিত হয়ে এ দাবি জানান।
দাবির প্রেক্ষিতে সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান সংস্কৃতি উপদেষ্টাকে বিষয়টি অবহিত করেন এবং বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে বলে আশ্বস্ত করেন।
এসময় বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি এম এ খালেক বলেন, পতিত স্বৈরাচার সরকারের সহযোগী কর্মকর্তারা এখনো বহাল তবিয়তে আছেন। অনেকে আবার ৫ আগস্টের পরে পদন্নোতিও পাচ্ছেন যা অত্যন্ত কষ্টদায়ক। দেশ থেকে ফ্যাসিবাদ বিদায়ের সঙ্গে সঙ্গে এসব কর্মকর্তারা তাদের পদে থাকার বৈধতা হারিয়েছেন।
বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম এসময় সরকারের কাছে পাঁচটি সুস্পষ্ট দাবি জানিয়েছে। (১) এক. সিভিল প্রশাসনে কর্মরত সকল ক্যাডার, নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীর মধ্যে যারা ফ্যাসিস্টদের দোসর ও দুর্নীতি পরায়ণ তাদেরকে অবিলম্বে চাকরি থেকে অপসারণ এবং আইনের আওতায় আনতে হবে। (২) নিরপেক্ষ প্রশাসনিক কাঠামো নিশ্চিত করার স্বার্থে সকল চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করতে হবে। (৩) ফ্যাসিস্ট আমলে বৈষম্যের শিকার বর্তমানে কর্মরত সকল ক্যাডার, নন-ক্যাডার কর্মকর্তা/কর্মচারীকে মন্ত্রণালয়ের সচিবসহ অন্যান্য সংস্থা/দপ্তরের গুরুত্বপূর্ণ পদে পদায়ন করতে হবে। (৪) বৈষম্যের শিকার এখনো বঞ্চিত সকল ক্যাডার, নন-ক্যাডার কর্মকর্তা/কর্মচারীকে দ্রুত পদোন্নতিসহ প্রাপ্য সুবিধা প্রদান করতে হবে। (৫) ফ্যাসিস্ট দোসর ও দুর্নীতি পরায়ণ কর্মকর্তা/ কর্মচারীদের পদোন্নতি/পদায়নে যারা পৃষ্ঠপোষকতা করছেন এবং করবেন, তাদেরও জবাবদিহিতার আওতায় আনতে হবে।