গণ-অভ্যুত্থানে আহতদের ভাতা প্রদানে তথ্য সংগ্রহ করছে ঢাকা জেলা প্রশাসন

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আহত যোদ্ধাদের ভাতা প্রদানের উদ্দেশ্যে তথ্য সংগ্রহ শুরু করেছে ঢাকা জেলা প্রশাসন। একই সঙ্গে তাদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে। আজ বুধবার ঢাকা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থাপন ছিলেন জেলা প্রশাসক তানভীর আহমেদ।
তিনি তার বক্তব্যে বলেন, ‘জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ এবং আহত ব্যক্তিদের নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীন গণ-অভ্যুত্থানসংক্রান্ত বিশেষ সেল নিরলসভাবে কাজ করছে। তারই ধারাবাহিকতায় ঢাকা জেলায় ৮৩ জন শহীদ এবং আহত ১৫৬৪ জনের যাচাই-বাছাই কার্যক্রম শেষ হয়েছে। একই সঙ্গে অবশিষ্ট শহীদ এবং আহতদের বিষয়ে ঢাকার জেলা প্রশাসন উদ্যোগে যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে।’
তিনি আরো বলেন, ‘ঢাকা জেলার শহীদের মধ্যে এ পর্যন্ত ৬০ জন শহীদ পরিবারের সঞ্চয়পত্র ক্রয়ের জন্য উত্তরাধিকার ও নমিনির তথ্য গণ-অভ্যুত্থানসংক্রান্ত বিশেষ সেল, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।
অবশিষ্ট শহীদ পরিবারের তথ্য প্রেরণের কার্যক্রম চলমান রয়েছে। সম্প্রতি গণ-অভ্যুত্থানসংক্রান্ত বিশেষ সেল থেকে আহতদের ক্যাটাগরি-এ এবং ক্যাটাগরি-বি অনুযায়ী প্রথম পর্বে ১০২টি চেক ঢাকার জেলা প্রশাসন উদ্যোগে বিতরণ করা হয়। ধাপে ধাপে পরবর্তীতে চেক পাওয়া মাত্র আহতদের মধ্যে বিতরণ করা হবে।
জেলা প্রশাসক বলেন, সরকার কর্তৃক নির্দেশনার আলোকে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ এবং আহত যোদ্ধাদের সব কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার বিষয়ে ঢাকা জেলা প্রশাসন বদ্ধপরিকর।