ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


হেলথ জার্নালিস্টস অব বাংলাদেশ'র ইফতার পার্টি অনুষ্ঠিত


২৪ মার্চ ২০২৫ ০০:১৫

আপডেট:
২৪ মার্চ ২০২৫ ০২:৪৬

স্বাস্থ্য বিটের সাংবাদিকদের সংগঠন হেলথ জার্নালিস্টস অব বাংলাদেশ'র (এইচজেবি) ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ মার্চ, ২০২৫) রাজধানীর একটি রেস্টুরেন্টে ঢাকার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্বাস্থ্য বিটের সংগঠনটির সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।

এইচজেবি সভাপতি ও এটিএন নিউজের বিশেষ প্রতিবেদক নাজিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট যক্ষা (টিবি) হাসপাতালের উপপরিচালক ডা. আয়েশা আক্তার ও আইডিসিআর এর সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. আলমগীর হোসেন।

এইচজেবি সভাপতি নাজিয়া আফরিন বলেন, আমরা অতীতে স্বাস্থ্য খাতের বিভিন্ন নৈতিক ও অনৈতিক কাজকর্ম নিয়ে যেমন জনস্বার্থে নিউজ করেছি বর্তমানেও সেই ধারাবাহিকতা অব্যহত আছে। আমরা স্বাস্থ্য খাতকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাই সবার জায়গা থেকে সৎ ও কর্মনিষ্ঠ। 

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও যমুনা টেলিভিশনের প্রধান প্রতিবেদক রাসেল আহমেদ বলেন, গুটিগুটি পায়ে চলতে চলতে আজ আমরা বড় একটি প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছি। আমরা জনগণের প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর। 

এসময় আরও উপস্থিত ছিলেন এমজেএফ'র সাধারণ সম্পাদক ও নিউজ টুয়েন্টি ফোরের সিনিয়র রিপোর্টার বোরহানুল আশেকিন প্রিন্স, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিমেল মাহবুব, এনটিভির সিনিয়র রিপোর্টার তামজিদুল ইসলাম, এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার ইমদাদুল্লাহ সিদ্দিকী বাবু ও স্টাফ রিপোর্টার রাসনা দাস, দীপ্ত টেলিভিশনের সিনিয়র রিপোর্টার সাদিয়া আফরিন, আরটিভির প্রধান প্রতিবেদক জাহিদ হাসান ও মাইদুর রহমান রুবেল। ঢাকা মেইলের প্রধান প্রতিবেদক বোরহান উদ্দিন, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার ফারুক ভূইয়া রবিন, ভিউজ বাংলাদেশের সিনিয়র রিপোর্টার কামরুল হাসান, দৈনিক আমাদের দিন পত্রিকার সম্পাদক মো. শাহ আলম ও বিশেষ প্রতিবেদক কামরুল হাসান শিশির।

আরও উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার কাওসার আহমেদ রবিন, একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার (সাবেক) ফাল্গুনী রশিদ, নিউএইজ পত্রিকার সিনিয়র রিপোর্টার রাশেদ আহমেদ ও রূপালী বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার সেলিম আহমেদসহ অন্যান্যরা।

ইফতার আপ্যায়নের পর আনন্দঘন পরিবেশে গল্প-আড্ডার মধ্য দিয়ে ইফতার অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়।