ঢাকা বুধবার, ২রা জুলাই ২০২৫, ১৮ই আষাঢ় ১৪৩২


ডাকসুতে হামলায় আহত ছাত্রকে উদ্ধার করে ভাইরাল ২ সাংবাদিক


প্রকাশিত:
২৩ ডিসেম্বর ২০১৯ ০৭:৫২

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরসহ সহযোগীদের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের হামলায় আহত এক ছাত্রকে উদ্ধার করেন দুই সাংবাদিক।

পেথাগত দায়িত্ব পালনের পাশাপাশি তাদের এ উদারতা প্রসংশিত হয়েছে ফেইসবুকে। ওই ছাত্রকে উদ্ধারের ছবি ফেইসবুকে ভাইরাল হয়।

সাংবাদিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারেক আল হাসান এ ঘটনার ছবি ফেইসবুকে প্রকাশ করে লেখেন,

'আমার ছোটভাই হিমাদ্রী ও শরীয়ত।

একজন কাজ করে দৈনিক প্রথম আলোতে আরেকজন দৈনিক ইত্তেফাকে। দুজনই বিশ্ববিদ্যালয়ে পড়ে, থার্ড ইয়ারে। নিজেদের পেশাগতকাজের বাইরেও সর্বোচ্চ ঝুঁকি নিয়ে হামলায় আহত এক শিক্ষার্থীকে ডাকসু ভবন থেকে বের করে অ্যাম্বুলেন্সে তুলে দিয়েছেন তারা।

নিজেদের মার খাওয়ার ঝুঁকি নিয়ে নানা সময়েই সংঘাতমুখর পরিস্থিতিতে নানা দলের, নানা মতের এরকম অনেককেই উদ্ধার করেছেন আমাদের অগ্রজরা, আমরা, আমাদের অনুজরা। সাংবাদিকতার এই বিষয়টা আমার দারুণ লাগে। যখন প্রফেশনালিজমের সমস্ত নিয়ম-কানুনকে ভেঙ্গেচুরে দেয় মানবতা আর বিবেকবোধ'।