ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৮শে বৈশাখ ১৪৩২


সামাজিক যোগাযোগ ফেসবুক এক স্টাটাসে এ কথা বলেন।

তারেকের চরিত্র ফাঁস করে দেওয়ায় আমাকে অপহরণ করা হয়েছে!


১১ ডিসেম্বর ২০১৮ ২২:৩৩

আপডেট:
১২ ডিসেম্বর ২০১৮ ০২:২২

 

বিএনপির ভাররপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়ন বাণিজ্য ও চরিত্র নিয়ে গোপন তথ্য তথ্য ফাঁস করে দেওয়ায় আমাকে অপহরন করা হয়েছে বলে জানান বিএপির মনোনয়ন বঞ্চিত নেত্রী নিলুফার চৌধুরী মনি। তিনি সামাজিক যোগাযোগ ফেসবুক এক স্টাটাসে এ কথা বলেন।

সামাজিক যোগাযোগ ফেসবুক এক স্টাটাসে এ কথা বলেন।

তিনি সামাজিক যোগাযোগ ফেসবুক এক পোষ্টে বলেন,মনোনয়ন বাণিজ্যের বিরুদ্ধে কথা বলায়, তারেক রহমান এর নির্দেশেই অপহরণ করা হয়েছিল আমাকে।আমার পরিবার এখন নিরাপত্তা হীনতায় ভুগছে।আমাদের জন্য দোয়া করবেন সবাই। এর এক ঘন্টা আগে আরেকটি স্টাটাস দিয়ে তিনি বলেন,আমাকে গত রাত্রে অপহরণ করা হয়েছিলো।

সামাজিক যোগাযোগ ফেসবুক এক স্টাটাসে এ কথা বলেন।
আমাকে দিয়ে জোর করে মিথ্যা ভিডিও বানিয়ে নেয়া হয়েছে গতকাল।অপহরণকারী রা আমার কোন ক্ষতি করেনি।আমি ভালো আছি এখন।#শেয়ার করে সবাইকে জানিয়ে দিন সবাই।

এর পূর্বে তিনি তারেক রহমানের মনোনয়ন বাণিজ্য ও গোপন তথ্য তথ্য ফাঁস করে যে সব স্টাটাস দিয়েছিলেন, (১)মনোনয়ন এর লোভ দেখিয়ে মা বোন দের ইজ্জত হরন এর বন্ধ করুন।

জনগণ জেগে উঠলে সমস্যা হবে,লন্ডন কিন্তু বেশি দূর না।

(২)টাকা গেছে লন্ডনে, হামলা হবে পল্টনে?সব ই যোগ্য ব্যক্তিদের মনোনয়ন না দেয়ার ফল।

(৩) চাঁদপিুর-১ মনোনয়ন বাণিজ্য তীব্র জানাই. যোগ্য ব্যক্তিদের মনোনয় উচিত ছিল।