ঢাকা সোমবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৫, ১লা আশ্বিন ১৪৩২


বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় বেলকুচিতে ধর্মপ্রাণ মুসলমানদের প্রতিবাদ মিছিল 


প্রকাশিত:
১৯ আগস্ট ২০২৫ ১৭:০৫

সিরাজগঞ্জের বেলকুচিতে নাগগাতী গ্রামের শাকিল আহমেদ নামে এক যুবক হযরত মুহাম্মদ সাঃ কে নিয়ে ফেসবুকে কটুক্তি করায় তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করেন বেলকুচি উপজেলার মুসলমানরা।

সোমবারে ১৮ই আগষ্ট ফেসবুকে এ পোষ্ট দিয়ে মানক্ষুণ্ণ করায় মুসলিম জনতার কলিজায় আঘাত লেগেছে।

নাস্তিক শাকিল আহমেদ সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা ২নং রাজাপুর ইউনিয়ন নাগগাঁতী গ্রামের আমজাদ শেখের ছেলে। রাসুল (স) অপমান করাই কে অপমান কেউ সইবে না, নিজের জীবনের বিনিময়ে আমরা তার প্রতিবাদ করবো, এজন্য এক বাক্যে নাস্তিক শাকিল আহমেদ এর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা সকল গ্রামের সর্ব স্তরের মুসলিম জনতা। তার উপযুক্ত শাস্তি ফাঁসি না হওয়া পর্যন্ত সারাবিশ্বে বিক্ষোভ মিছিল চলবে বলে ঘোষণা দেন রাসুল প্রেমি মুসলিম সমাজ। বিশ্ব নবীর অপমানে যদি তোমাদের মন না কাঁদে তাহলে তুমি মুসলিম নও মুনাফেক তুমি নবীজীর দুশমন।