ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


আকিবের পেটে রাখা হাড় শিগগির মাথায় প্রতিস্থাপন


২ মার্চ ২০২২ ২১:২৮

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১৮:০৭

চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) ছাত্র মাহাদি জে আকিবের পেটের চামড়ার নিচে রাখা মাথার হাড়টি শিগগির মাথায় প্রতিস্থাপন করা হবে। আগামী সপ্তাহের যে কোনো দিন এটি প্রতিস্থাপন হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ইতোমধ্যে আকিবকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। গত ২৭ ফেব্রুয়ারি গ্রামের বাড়ি কুমিল্লা

থেকে সরাসরি চমেক হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে ভর্তি করানো হয় চমেক শিক্ষার্থী মাহাদি জে আকিবকে। এর মধ্যে সোমবার দিনভর চিকিৎসকরা তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কাজ করেন। রিপোর্টগুলো হাতে পাওয়ার পরই এ বিষয়ে বিশেষ মেডিক্যাল টিম বসে মাথায় হাড় প্রতিস্থাপনের দিনক্ষণ নির্ধারণ করা হবে।

চমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার বলেন, আকিবের মাথার খুলি প্রতিস্থাপন করতে হাসপাতালে আনা হয়েছে। সংশ্লিষ্ট চিকিৎসকরা তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করছেন। এর পরই এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

নিউরো সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এসএম নোমান খালেদ চৌধুরী বলেন, তার বেশ কিছু পরীক্ষা করা হয়েছিল। আজ (মঙ্গলবার) বেশিরভাগ রেজাল্ট পাওয়া গেছে। রেজাল্ট মোটামুটি পজিটিভ বলা যায়। আগামী সপ্তাহে তার মাথার খুলি প্রতিস্থাপনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তারিখ ও সময় চূড়ান্ত হয়নি?।

উল্লেখ্য, গত বছরের ৩০ অক্টোবর চট্টগ্রাম মেডিক্যাল কলেজের প্রধান ফটকে ছাত্রলীগের প্রতিপক্ষ গ্রুপের হামলার শিকার হন শিক্ষার্থী মাহাদি জে আকিব। এতে তার মাথার হাড় ও ব্রেইনে মারাত্মক জখম হয়। পরে জটিল অস্ত্রোপচারের পর প্রায় ১৯ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেন আকিব। কিন্তু সেই সময়ে তার মাথায় খুলি প্রতিস্থাপন করা হয়নি। বরং পেটের একটি বিশেষ স্থানে সেটি খুলে রাখা হয়েছিল।